জিবিনিউজ24ডেস্ক//
এএইচএফ কাপ হকির কোয়াটার-ফাইনালে ইরানকে পাত্তাই দিল না বাংলাদেশ। ম্যাচে ৬-২ গোলে বড় জয় পায় আশরাফুলরা। এতে কাপ সেমি-ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ।
মঙ্গলবার (১৫ মার্চ) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার জেবিকে হকি ফিল্ডে পুল ‘বি’-এর ম্যাচে মুখোমুখি হয় দুই দল। টানা তৃতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে ফাইনালের পথে ইমান গোবিনাথানের দল।
ম্যাচটিতে হ্যাটট্রিক করেছেন আশরাফুল ইসলাম। এছাড়া একটি করে গোল করেন খোরশেদুর রহমান, মাহবুব হোসেন ও রোমান সরকার।
পাঁচ দলের এই গ্রুপে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ওমান। তিন ম্যাচে ৩ করে পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে ইরান ও ইন্দোনেশিয়া। এই দুই দলের একটি করে ম্যাচ বাকি থাকায় কারো সুযোগ নেই ৯ পয়েন্ট পাওয়ার। গ্রুপ থেকে দুটি দল উঠবে পরের ধাপে।
আগামী বৃহস্পতিবার গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন