জিবিনিউজ24ডেস্ক//
দেশের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। লিগটিতে অংশ নিতে ভারত থেকে আসছেন ৭ জন তারকা ক্রিকেটার। এরা প্রত্যেকেই আইপিএল ১৫তম অসরের নিলামে অবিক্রীত ছিলেন।
মঙ্গলবার (১৫ মার্চ) শুরু হয়েছে ডিপিএল। এই সাত তারকার সঙ্গে লিগ মাতাবেন আফগানসহ বিভিন্ন দেশের তারকারাও।
ঢাকা লিগের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীতে খেলবেন শ্রীলংকার বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে ভারতীয় হনুমা বিহারী। হায়দরাবাদের এই তারকা ক্রিকেটার ভারতীয় টপঅর্ডারে ব্যাটার। বিহারীর সঙ্গী হিসেবে আবাহনীতে থাকছেন আফগানিস্তানের মিডল অর্ডার ব্যাটার নজিবুল্লাহ জাদরান।
এ ছাড়াও ওপার বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ খেলবেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে। পারভেজ রসুল খেলবেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে।
এবারের আসরের নতুন দল রূপগঞ্জ টাইগার্সের হয়ে খেলবেন ভারতীয় ক্রিকেটার বাবা অপরাজিত ও চেরাগ জানি। অশোক মেনারিয়া খেলবেন খেলাঘরের হয়ে। গুরিন্দর সিং খেলবেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন