দ্বিতীয় ধাপের সংলাপে ইসির আমন্ত্রণ পেলেন ৪০ বিশিষ্ট নাগরিক

জিবিনিউজ24ডেস্ক//

সুষ্ঠু নির্বাচনে করণীয় নিয়ে নির্বাচন কমিশসের (ইসি) আয়োজনে দ্বিতীয় ধাপের সংলাপের ৪০ বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ২২ মার্চ নির্বাচন ভবনে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১৩ মার্চ প্রথম ধাপের সংলাপ অনুষ্ঠিত হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ তৈরির আগে এই সংলাপের উদ্যোগ নিয়েছে নব-গঠিত কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। যদিও প্রথম ধাপের সংলাপে আমন্ত্রণ জানানো ৩০ জন শিক্ষাবিদের মধ্যে

 

যোগ দেন মাত্র ১৩ জন।

 

ইসির দ্বিতীয় ধাপের সংলাপে আমন্ত্রিত ৪০ বিশিষ্ট নাগরিকের মধ্যে রয়েছেন- সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দীন খান, সুলতানা কামাল, রাশেদা কে চৌধুরী, রোকেয়া আফজাল রহমান, হোসেন জিল্লুর রহমান, আব্দুল মুয়ীদ চৌধুরী, মির্জা আজিজুল ইসলাম, ওয়াহিদ উদ্দিন মাহমুদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সুশাসনের জন্য নাগিরক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, রওনক জাহান ও মোস্তাফিজুর রহমান, ঢাকা স্কুল অব ইকোনমিক্সের চেয়ারম্যান কাজী খলীকুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাস উদ্দিন, আইনজীবী শাহদীন মালিক, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বঙ্গবন্ধু চেয়ার সৈয়দ আনোয়ার হোসেন, সাবেক পররাষ্ট্র সচিব মহিউদ্দীন আহমদ, সেন্টার ফর আরবার স্টাডিজের চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক রাষ্ট্রদূত এ এফ এম গোলাম হোসেন, বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ওয়ালি উর রহমান, বাংলাদেশ ইনডিজিনাস পিপলস ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, গভর্নেন্স অ্যান্ড রাইট সেন্টারের প্রেসিডেন্ট জহুরুল আলম, নিরাপত্তা বিশ্লেষক আব্দুল হাফিজ, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান, লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান সিনহা এম এ সাঈদ, সাবেক সচিব আব্দুল লতিফ মন্ডল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ, আবুল বারাকাত, আমেনা মহসিন, কাবেরী গায়েন, রোবায়েত ফেরদৌস, এসএম শামীম রেজা ও শেখ হাফিজুর রহমান।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন