রাষ্ট্রপতির কাছে নতুন মার্কিন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

gbn

জিবিনিউজ24ডেস্ক//

রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এর মধ্য দিয়ে ঢাকায় কাজ শুরু করলেন তিনি।

মঙ্গলবার (১৫ মার্চ) বিকালে বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে নতুন মার্কিন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি।

 

এর আগে, নতুন মার্কিন রাষ্ট্রদূত গত ১ মার্চ দায়িত্ব নিতে বাংলাদেশে পৌঁছান।ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া পিটার হাস একজন পেশাদার কূটনীতিক।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকায় যোগ দেয়ার আগে পিটার হাস পররাষ্ট্র দপ্তরের অর্থনৈতিক ও ব্যবসা বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত এসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে তিনি মুম্বইয়ে যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি লন্ডন, বার্লিন, জাকার্তা ও ওয়াশিংটনে বিভিন্ন পদে কাজ করেছেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন