জিবিনিউজ24ডেস্ক//
শেখ রাসেল ক্রীড়াচক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের আমন্ত্রণে আগত ভারতবর্ষের শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী ইষ্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তাদের সাথে আলোচনায় স্থির করা হয়েছে, এশিয়া ফুটবলের উন্নয়নে শেখ রাসেল ক্রীড়াচক্র এবং ইষ্ট বেঙ্গল ক্লাব যৌথভাবে কাজ করবে।
বাঙালির সেরা খেলা ফুটবলকে নিয়ে এশিয়া মহাদেশে নতুনভাবে আলোড়ণ, উদ্দিপনা আনার উদ্দেশেই এই একসাথে পথ চলার অঙ্গীকার।
উন্নয়ন হবে ফুটবল পরিকাঠামোয়, নতুন প্রতিভা অন্বেষণে সর্বোপরি ফুটবলের গুণমানে। আর সেই স্বপ্নের সার্থক দিশারি শেখ রাসেল ক্রীড়া চক্র এবং ইষ্টবেঙ্গল ক্লাব।
আগামীদিনের এই ভাবনাকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে উভয় বাংলা একসাথে কাজ করবে শ্রেষ্ঠত্বের খোঁজে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন