পানি বেচে চীনের শীর্ষ ধনী ঝোং, পেছনে ফেললেন জ্যাক মাকে

জিবিনিউজ 24 ডেস্ক //

চীনের শীর্ষ ধনী ব্যক্তির তকমা হারালেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। তাঁকে টপকে চীনের শীর্ষ ধনী ও এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি হলেন ঝং শানশান। তাঁর মোট সম্পত্তির পরিমাণ পাঁচ হাজার ৮৭০ কোটি ডলার। জ্যাক মা-এর তুলনায় যা ২০০ কোটি ডলার বেশি। ব্লুমবার্গের বিলিয়নেয়ার ইনডেক্সে নতুন এই পরিসংখ্যান উঠে এসেছে।

ঝং এশিয়ার দ্বিতীয় শীর্ষ ধনী হিসেবে উঠে এলেও, শীর্ষস্থানে রয়েছেন ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি। বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে ১৭ নম্বরে রয়েছেন ঝং শানশান।

 

ঝোং এখন এশিয়ার দ্বিতীয় ধনীতম ব্যক্তি। তার আগে আছেন কেবল ভারতের শিল্পপতি মুকেশ আম্বানী। বিশ্বে ধনী ব্যক্তিদের তালিকায় ঝোং আছেন ১৭ নম্বরে। চার্লস কোচ ও ফিল রাইটসের মতো অতি ধনীদের পিছনে ফেলে তিনি এগিয়ে গিয়েছেন।

২০২০ সালে ঝোংয়ের সম্পত্তির পরিমাণ বেড়েছে ৫১৯০ কোটি ডলার। অ্যামাজন ডট কম ইনকরপোরেটেডের মালিক জেফ বেজোস ও টেসলা ইনকরপোরেটেডের এলন মাস্ক বাদে এবছর আর কারো সম্পত্তি এত বেশি পরিমাণে বাড়েনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) অবশ্য অ্যামাজন আর টেসলা, দু’টি সংস্থারই শেয়ারের দর ব্যাপক কমেছে। এলন মাস্কের সম্পত্তির পরিমাণ কমেছে এক হাজার কোটি ডলার।

ঝোংয়ের বোতলভর্তি পানির কোম্পানির নাম নংফু স্প্রিং করপোরেশন। হংকংয়ে বিনিয়োগকারীদের মধ্যে এ ব্র্যান্ডটি খুবই জনপ্রিয়। চলতি মাসের শুরুতে ঝোং চীনের তিন ধনীতম ব্যক্তির তালিকায় স্থান পেয়েছিলেন। গত এপ্রিলে চীনের ভ্যাকসিন নির্মাতা সংস্থা ওয়ানতাই বায়োলজিক্যাল ফার্মেসি এন্টারপ্রাইজ কোম্পানি শেয়ার বাজারে নথিভুক্ত হয়। এর ফলে আগস্টে ঝোংয়ের মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় দুই হাজার কোটি ডলার।

সাধারণত বিভিন্ন প্রযুক্তি সংস্থার মালিকরা চীনে ধনীদের তালিকায় থাকেন। আলিবাবার মালিক জ্যাক মা গত ছয় বছর ধরে চীনের ধনীদের শীর্ষে ছিলেন। আপাতত ঝোং তাকে টপকে গিয়েছেন বটে কিন্তু সম্ভবত খুব শিগগিরই জ্যাক মা আগের অবস্থানে ফিরে যাবেন। পর্যবেক্ষকরা এমনই মনে করছেন।

গত বুধবার বিশ্বজুড়ে প্রযুক্তি সংস্থাগুলোর শেয়ারের দর কমেছে। সবচেয়ে কমেছে আমেরিকায়। সবচেয়ে বেশি কমেছে এলন মাস্কের কোম্পানির শেয়ারের দাম। ব্লুমবার্গের ৫০০ জন ধনীতমের তালিকায় থাকা আর কোনো ব্যক্তির কোম্পানির শেয়ারের দর অত কমেনি। জেফ বেজোসের সম্পত্তির দাম কমেছে ৭১০ কোটি ডলার। এখন এলন মাস্কের সম্পত্তির পরিমাণ ৯৩২০ কোটি ডলার। জেফ বেজোসের সম্পত্তির পরিমাণ ১৭ হাজার ৮০০ কোটি ডলার।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন