সারভিক্যাল স্ক্রীনিং সম্পর্কে দক্ষিণ এশিয়ার নারীদের সচেতন করতে নতুন প্রচারাভিযান

ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার তাদের সার্ভিক্যাল স্ক্রিনিংয়ে অংশ নেয়ার উপযোগী নারীদের সংখ্যা বাড়ানোর জন্য এনএইচএস ইংল্যান্ড এবং এনএইচএস ইমপ্রুভমেন্ট এর সহায়তায়  দেশব্যাপী নতুন এক প্রচারণা শুরু করেছে।

‘হেল্প আস হেল্প ইউ - সার্ভিক্যাল স্ক্রিনিং সেইভস্ লাইভস্’ নামের নতুন এই প্রচারাভিযানে মহিলা এবং সার্ভিক্স বা জরায়ুমুখের লোকজনকে সার্ভিক্যাল স্ক্রিনিং এর জন্য পাঠানো আমন্ত্রণপত্র উপক্ষো না করার জন্য অনুরোধ করা হয়েছে। যদি তারা তাদের শেষ এপয়েন্টমেন্টটি মিস করে থাকেন, তাহলে যেন এখনই নিজেদের জিপি প্র্যাক্টিসে যোগাযোগ করে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করেন, সেজন্যও মহিলাদের প্রতি আহবান জানানো হচ্ছে।

২০২১ সালের মার্চ মাসে, সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায় যে, সার্ভিক্যাল স্ক্রিনিংয়ের জন্য উপযুক্ত ২৫ থেকে ৬৪ বছর বয়সী মহিলা ও জরায়ুমুখের লোকদের ৩০ শতাংশই এই স্ক্রিনিং করার বিষয়টি উপক্ষো করেছেন।

প্রচারণার অংশ হিসেবে, ডিএইচএসসি এর উদ্যোগে ৩০০০ মহিলা ও জরামুয়ুখের লোকদের ওপর নতুন একটি জরিপ পরিচালনা করা হয়, তাতে দেখা যায় দক্ষিণ এশীয় উত্তরদাতাদের ১৭ শতাংশই জানিয়েছেন যে স্ক্রিনিংয়ের আমন্ত্রণ পাওয়া সত্বেও তারা কখনও তাতে অংশ নেননি। এটি ইংল্যান্ডের জাতীয় গড় থেকে বেশি, অর্থাৎ জাতীয়ভাবে এই উপেক্ষার হার হচ্ছে মাত্র ৭ শতাংশ। জরিপটিতে সারভিক্যাল স্ক্রিনিং সম্পর্কে বেশ কয়েকটি উদ্বেগের চিত্র ফুটে ওঠে।ে কোন এপয়েন্টমেন্টে অংশ না নেওয়া বা মিস করার ক্ষেত্রে বিব্রতবোধ করা হচ্ছে সবচেয়ে সাধারণ কারণ। ইংল্যান্ডে উত্তরদাতাদের ৪২ শতাংশই এই কারণটি উল্লেখ করেছেন। এছাড়া ৩৪ শতাংশ মনে করেন এটি স্বস্তিদায়ক হবে না এবং ২৮ শতাংশ উত্তর দানকারী ‘ভেবেছেন এটি বেদনাদায়ক হবে।’

স্ক্রিনিংয়ের ক্ষেত্রে এই বাধাগুলো দূর করতে এবং আমন্ত্রণ পাওয়ার পর এই যাচাই পরীক্ষায় অংশ গ্রহণে উদ্বুদ্ধ করতে একটি ডকুমেন্টারি বা তথ্য চিত্র তৈরী করা হয়েছে, যেখানে দক্ষিণ এশীয় মহিলাদেরকে সার্ভিক্যাল স্ক্রীনিং সম্পর্কে আলোচনা করেন ডাঃ হেনা আনোয়ার। তিনি স্ক্রিনিংয়ের জন্য যারা উপযুক্ত তাদেরকে আমন্ত্রণ পাওয়ার সাথে সাথে এপয়েন্টমেন্ট বুক করতে এবং যদি সর্বশেষ স্ক্রিনিংটি মিস করে থাকেন, তাহলে দেরি না করে তাদের জিপি প্র্যাক্টিসের সাথে যোগাযোগ করার জন্য সবাইকে অনুরোধ জানান।

ডাঃ হেনা আনোয়ার বলেন, “সার্ভিক্যাল ক্যান্সারে প্রতিদিন গড়ে ২ জন মারা যান। এটি বিশেষভাবে দুঃখজনক কারণ সার্ভিকাল ক্যান্সার হচ্ছে অন্যতম প্রতিরোধযোগ্য ক্যান্সার। নিয়মিত স্ক্রিনিং ক্যান্সার শুরু হওয়ার আগেই তা রুখতে সাহায্য করতে পারে এবং প্রতি বছর হাজার হাজার জীবন বাঁচাতে পারে। আপনারকে পাঠানো সার্ভিক্যাল স্ক্রিনিং আমন্ত্রণপত্র উপেক্ষা করবেন না এবং আপনি যদি আপনার শেষ স্ক্রিনিং মিস করে থাকেন, তাহলে জিপির সাথে যোগাযোগ করুন।”

রোগীর নিরাপত্তা এবং প্রাইমারী কেয়ার বিষয়ক মিনিস্টার মারিয়া কোলফিল্ড বলেন, “জরায়ু ক্যান্সারে প্রতিদিন প্রায় দুই জন মহিলা মারা যায়, কিন্তু মাত্র কয়েক মিনিটের স্ক্রিনিং ক্যান্সার হওয়ার আগেই তা আটকাতে পারে। আমাদের নতুন প্রচারাভিযানের মাধ্যমে আমরা সকল মহিলা এবং জরায়ু সমেত লোকদের স্ক্রিনিং করার মাধ্যমে জীবন রক্ষায় এগিয়ে আসতে আহŸান জানাচ্ছি। এমন কী আপনি যদি বিব্রত বা নার্ভাস বোধও করেন, তারপরও অনুগ্রহ করে আপনাকে পাঠানো স্ক্রিনিংয়ের আমন্ত্রণ উপেক্ষা করবেন না।”

৪৮ বছর বয়সী জস ডোজানজ বিশ্বাস করেন যে ‘আমরা ভাগ্যবান যে আমাদের সার্ভিক্যাল স্ক্রিনিং প্রোগ্রাম আছে’। তিনি বলেছেন, “আমি আমার চিঠি পাওয়ার সাথে সাথেই আমার জিপির সার্জারিতে নার্সের সাথে এপয়েন্টমেন্ট বুক করি। আমার শেষ স্ক্রিনিংটি ঠিকই আছে। কিন্তু আমি যখন বয়সে তরুণ ছিলাম, তখন আমার স্ক্রিনিং ফলাফলে অস্বাভাবিক কোষ গুলো ধরা পড়েছিলো এবং এই কোষগুলি দূর না হওয়া পর্যন্ত আমাকে অনেকগুলো বছর ধরে প্রতিবছর পর্যবেক্ষণ করতে হয়েছে।”

সার্ভিক্যাল স্ক্রিনিং সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এবং কমিউনিটিতে আরো অধিকসংখ্যক লোক যেন এই পরীক্ষা কার্যক্রমে অংশ নিয়ে জীবন বাঁচাতে সাহায্য করেন, সেজন্য এই ক্যাম্পেইন বা প্রচারাভিযানে যোগ দিয়েছেন ব্রডকাস্টার নাদিয়া আলী। তিনি বলেন, “সাউথ এশিয়ান নারী হিসেবে সারভিক্যাল স্ক্রিনিং সম্পর্কে কথা বলা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন তারা স্ক্রিনিং এর জন্য আমন্ত্রণ পাবেন, তখন যাতে তারা তাতে অংশ নেন সেজন্য আমাদের বন্ধু বান্ধব ও পরিবাকে উৎসাহিত করা উচিত। এতে করে অনেক জীবন বাঁচানো যায়।”

ইংল্যান্ডে প্রতি বছর ২ হাজার ৭০০ মহিলা জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত হন এবং ৬৯০ জন এই রোগে মারা যান। গড়ে প্রতিদিন ২টি মৃত্যু হয়। এক হিসাবে দেখা যাচ্ছে যে, যদি সবাই নিয়মিত  স্ক্রিনিং এ উপস্থিত হন, তাহলে সার্ভিক্যাল ক্যান্সারে মৃত্যুর ঘটনা ৭০ শতাংশ পর্যন্ত প্রতিরোধ করা যেতে পারে।

এই প্রচারাভিযানে এই বিষয়টির ওপর বেশি জোর দেয়া হচ্ছে যে, মাত্র কয়েক মিনিটের এই পরীক্ষা জরায়ুমুখে ক্যান্সার হওয়ার আগেই তা থামাতে সাহায্য করবে।

সার্ভিকাল স্ক্রিনিংয়ে অংশগ্রহণকারী মহিলাদের জন্য সেরা কয়েকটি টিপস্ঃ

  • যদি আপনি নার্ভাস বা বিব্রতবোধ করেন, পরীক্ষার সময় আপনার নার্স বা ডাক্তারের সাথে কথা বলুন - তারা আপনার মনকে স্বাচ্ছন্দ্যে রাখতে এবং আপনার সকল প্রশ্নের উত্তর দিতে পারেন।
  • আপনি যদি কোমর থেকে নিচের দিকে উন্মুক্ত বোধ করার ব্যাপারে অস্বস্তি বোধ করেন, তবে একটি স্কার্ট বা লম্বা জাম্পার পরিধান করুন, যা পরীক্ষার সময় ঢেকে রাখতে পারবেন। আপনি যদি এ ধরনের কিছু পরতে ভুলে যান, তবে এটা নিয়ে ভাববেন না - আপনাকে আবৃত করার জন্য উপযুক্ত শীট দেয়া হবে।
  • এই পরীক্ষাগুলো সাধারণত একজন মহিলা নার্স দ্বারা করা হয়। তবে আপনার এপয়েন্টমেন্ট বুক করার সময় কোন নির্দিষ্ট লিঙ্গের নার্স বা ডাক্তারের জন্য জিজ্ঞেস করতে পারবেন।
  • যদি স্ক্রিনিংটি আপনার কাছে বেদনাদায়ক মনে হয়, তবে আপনি একটি ভিন্ন সাইজের স্পিকুলামের জন্য বলতে পারেন অথবা আপনার জন্য স্ক্রিনিংটি আরামদায়ক করতে নার্স আপনাকে ভিন্ন পজিশনে যেতে পরামর্শ দিতে পারেন।
  • আপনি গান বা পডকাস্ট শুনতে পারেন বা আপনার নার্সকে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন - এটি আপনাকে শিথিল করতে অথবা মন অন্যদিকে ঘুরাতে সাহায্য করবে।
  • আপনার বন্ধু ও পরিবারের সাথে স্ক্রিনিং সম্পর্কে কথা বলতে বিব্রত বোধ করবেন না। প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা রয়েছে এবং এই আলোচনা আপনাকে পরবর্তী এপয়েন্টমেন্টে যেতে আপনাকে সাহায্য করবে।

কল টু এ্যাকশন

আপনার সার্ভিক্যাল স্ক্রিনিং এর আমন্ত্রণ বা চিঠি উপেক্ষা করবেন না এবং আপনি যদি আপনার শেষ স্ক্রিনিং মিস করে থাকেন তাহলে আপনার জিপি প্র্যাক্টিসের সাথে একটি এপয়েন্টমেন্ট এখনই বুক করুন।

সার্ভিক্যাল স্ক্রিনিং করতে মাত্র কয়েক মিনিট সময় লাগে - এই কয়েক মিনিট যা আপনার জীবন বাঁচাতে পারে!

সারভিক্যাল স্ক্রীনিং সম্পর্কে আরও তথ্য জানতে হলে অনুগ্রহ করে ভিজিট করুনঃ www.nhs.uk/cervicalscreening

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন