মৌলভীবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস

মৌলভীবাজার প্রতিনিধি \ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২২ নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে। 
গতকাল  (১৭ মার্চ) বৃহষ্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ,মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন,মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি মো: কামাল হোসেন,পৌর মেয়র ফজলুর রহমান,উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধনসহ জেলা শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,জনশক্তি ও কর্মসংস্থান অফিস,পাসপোর্ট অফিস, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ  পুষ্পস্তবক অর্পন করেন। এ উপলক্ষে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে আলোচনা সভা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন,পুলিশ সুপার মো: জাকারিয়া,উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল হোসেন,জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান,পৌর মেয়র ফজলুর রহমান।
 অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে। আলোচনা সভা শেষে প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন ও কেক কাটা হয় এবং কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের মধ্যে গাছের চারা বিতরন করা হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত প্রথমবারের মতো মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্ধোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।পরে মেলার স্টল পরিদর্শন করেন তিনি। এই মেলা ৭ দিনব্যাপী চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত। ছবি

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন