জিবিনিউজ24ডেস্ক//
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জা বানরের কামড়ে আহত হয়েছেন।
বুধবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় একটি নাটকের শুটিং সেটে এ দুর্ঘটনা ঘটে।
ঈদের জন্য নির্মিত হচ্ছে বিশেষ নাটক ‘নিখোঁজ সংবাদ’। এ নাটকে বানরের খেলা দেখানোর একটি দৃশ্যে অভিনয় করছিলেন তমা। তখন বানরটি তার হাতে কামড় দেয়।
এ বিষয়ে তমা মির্জা বলেন, বানরের খেলা দেখানোর দৃশ্যধারণ চলছিল। আমি পুরোপুরি চরিত্রের মধ্যে ছিলাম। শটের এক্সপ্রেশন দিচ্ছিলাম, হঠাৎ বানরটি আমাকে কামড়ে দেয়।
তিনি আরো বলেন, এরপর বানরের মালিক বানরটিকে ছাড়িয়ে নেন। ততোক্ষণে আমার হাত ক্ষত হয়ে রক্ত পড়ছে। বানরটির বয়স কম আর ভালোভাবে ট্রেনিং না করানোয় এমনটি হয়েছে। এ ঘটনায় বেশ ভয় পেয়ে গিয়েছি। চিকিৎসা নিয়েছি, কিন্তু যন্ত্রণা রয়েছে। ডাক্তার বলেছেন, চিন্তার কোনো কারণ নেই।
এ ঘটনার পর সাময়িকভাবে বন্ধ ছিল দৃশ্যধারণের কাজ। তমা মির্জাকে ডাক্তার দেখানোর পর পুনরায় শুরু হয়েছে শুটিং। অভিনেত্রী কিছুটা বিশ্রাম নিয়ে শুটিংয়ে যোগ দেবেন বলে জানিয়েছেন। ‘নিখোঁজ সংবাদ’ নামের এই নাটকে তমার সঙ্গে অভিনয় করছেন অভিনেতা শ্যামল মাওলা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন