জিবিনিউজ24ডেস্ক//
এএইচএফ কাপে আগেই সেমিফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ওমানের সঙ্গে। তীব্র প্রতিদ্বন্দ্বিতার ম্যাচে খোরশেদুর রহমানের হ্যাটট্রিকেবাংলাদেশ ৩-২ গোলে ওমানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার জেবিকে হকি ফিল্ডে বৃহস্পতিবার পুল ‘বি’-এর ম্যাচে অষ্টম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর চতুর্থ কোয়ার্টারে আরও দুই গোলে হ্যাটট্রিক করেন খোরশেদুর।
টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হলো বাংলাদেশ। টানা তিন জয়ের পর প্রথম হারের তেতো স্বাদ পাওয়া ওমান ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ।
প্রথম সেমি-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পুল ‘এ’র রানার্সআপ কাজাখস্তান। শেষ চারের আরেক ম্যাচে ওমানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে হারিয়ে প্রতিযোগিতায় শুভসূচনা করে গত তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। পরের ম্যাচে জিমি-আশরাফুলরা সিঙ্গাপুরকে উড়িয়ে দেয় ৭-০ ব্যবধানে। তৃতীয় ম্যাচে ইরানকে হারায় ৬-২ গোলে।
ম্যাচের ৮ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। মিলন হোসেনের পুশে সারোয়োর হোসেনের থামানো বলে ড্র্যাগ ফ্লিকে পোস্ট কাঁপান খোরশেদুর রহমান। দ্বিতীয় কোয়ার্টারে কোনও গোল হয়নি।
৩২ মিনিটে আল ফাজারি রাশেদ ম্যাচে গোল করে ওমানকে সমতায় ফিরিয়েছিল। অরক্ষিত থেকে বক্সে ঢুকে ফাঁকায় লক্ষ্যভেদ করতে কোনও সমস্যা হয়নি এই খেলোয়াড়ের। ৪৮ মিনিটে ওমান স্কোরলাইন ২-১ করে ফেলে। বাইত শামাইয়া মাহমুদের পাসে দারুণ একটি গোল করেন আল লাওয়াতি ফাওয়াদ। গোলকিপার চেষ্টা করেও সেটি প্রতিহত করতে পারেননি।
বাংলাদেশ ম্যাচে ফেরার জন্য চেষ্টা করতে করতে সফল হয় ৫৬ মিনিটে। পেনাল্টি কর্নার থেকে রাসেল মাহমুদ জিমির পুশে সতীর্থের থামানো বলে খোরশেদুর রহমান দারুণ গোল করে দলকে সমতায় ফেরান। ম্যাচের নাটকীয়তা তখনও বাকি! ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে আসে পেনাল্টি স্ট্রোক প্রাপ্তি।
৫৮ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে খোরশেদুর রহমান তৃতীয় গোল করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। এরই সঙ্গে নিজের হ্যাটট্রিক পুর্ণ করেন তিনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন