সৈয়দপুর যুবকল্যাণ পরিষদ লণ্ডনের অভিষেক ও বর্ষপূর্তি অনুষ্ঠিত

জিবিনিউজ24ডেস্ক//

‘তরুণ্যই প্রগতির শক্তি’ এই স্লোগানকে ধারণ করে যুক্তরাজ্যে বসবাসরত ঐতিহ্যবাহী গ্রাম সৈয়দপুরের প্রথম যুব-সংগঠন সৈয়দপূর যুবকল্যাণ পরিষদ লণ্ডনের নবগঠিত কমিটির অভিষেক ও বর্ষপূর্তি অনুষ্ঠান পূর্ব লণ্ডনের রিজেন্টস লেক হলে অনুষ্ঠিত হয় গত ১৪ মার্চ। লণ্ডনসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত সৈয়দপুরবাসী ও কমিউনিটি নেতৃবৃন্দের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে নবগঠিত কমিটিকে করতালির মাধ্যমে অভিষিক্ত করা হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে ছড়াকার সৈয়দ দিলু নাসেরের পরিচালনায় নবগঠিত কমিটির সভাপতি সৈয়দ তারেক আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সুহেল আহমদ ও ট্রেজারার সৈয়দ মামুন আহমদকে ফুলেল শুভেচ্ছা জানান সদ্যবিদায়ী সভাপতি মোহাম্মদ মোস্তাকুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজিদুর রহমান ও ট্রেজারার শেখ রেজওয়ানুর রহমান।

দ্বিতীয় পর্বে সংগঠনের নবনির্বাচিত সভাপতি সৈয়দ তারেক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সুহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রেজারার সৈয়দ মামুন আহমদ। সৈয়দ শুয়াইব আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্যে রাখেন টাউয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস।

সৈয়দপুর গ্রামের বিশিষ্ট জনের মধ্য থেকে বক্তব্য রাখেন সাপ্তাহিক সুরমার প্রধান সম্পাদক কবি ফরীদ আহমদ রেজা, সাপ্তাহিক জনমতের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা, প্রবীন মুরুব্বী মাষ্টার সৈয়দ ফররুখ আহমদ, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মল্লীক শাকুর ওয়াদুদ, প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ তারিফ আহমদ, প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ সাদেক আহমদ, সদ্যবিদায়ী সভাপতি মোহাম্মদ মোস্তাকুজ্জামান খোকন, সাংবাদিক সৈয়দ আনাস পাশা, কবি আহমদ ময়েজ, সাংবাদিক সৈয়দ জহুরুল হক, মাওলানা সৈয়দ তামিম আহমদ, কবি মাশুক ইবনে আনিস, কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ আমিরুল ইসলাম আনা, প্রতিষ্ঠাতা সেক্রেটারী জিয়াউল ইসলাম সৈয়দ, সদ্য-বিদায়ী সেক্রেটারী মোহাম্মদ সাজিদুর রহমান, সদ্য বিদায়ী ট্রেজারার শেখ রেজওয়ানুর রহমান, প্রতিষ্ঠাতা ট্রেজারার মোহাম্মদ কামরুল ইসলাম ও কমিউনিটির বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

উপস্থিত বক্তারা সৈয়দপুর যুবকল্যাণ পরিষদের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রসংসা করে বলেন, এই সংগঠন তাদের কল্যাণকর কাজের জন্য অগ্রদূত হিসেবে একদিন সমাজে প্রতিষ্ঠিত হবে। প্রবাসজীবনের শত ব্যস্ততার মধ্যদিয়েও তারা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অনেক সেবামূলক কাজ করে যাচ্ছেন। তাদের এই সেবা আল্লাহ কবুল করুন। বক্তারা বিভিন্ন পরামর্শ দিয়ে বলেন, তরুণদের এই সংগঠন প্রবাসে অবস্থিত সৈয়দপুরের সকল মানুষকে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে একত্রিত করবে সে বিশ্বাস আমাদের আছে। তারা বলেন, এখানে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করলে ভবিষ্যতে তারাও তাদের শিকড়ের সন্ধান পাবে এবং এলাকার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে উদ্যোগী হবে। করোনাভাইরাস মহামারীর থেকে উত্তীর্ণ হবার পর বৃটেনে এই প্রথম সৈয়দপুরের মানুষজনকে নিয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে আহবান করায় বক্তাগণ উদ্যোক্তাদের বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন