জিবিনিউজ24ডেস্ক//
ইউক্রেনের জনপ্রিয় অভিনেত্রী ওকসানা শভেটস রুশ রকেট হামলায় নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। সম্প্রতি শিল্পীদের জন্য ইউক্রেনের সর্বোচ্চ সম্মান ‘ওনার্ড আর্টিস্ট অব ইউক্রেন ' পেয়েছেন এ অভিনেত্রী।
শুক্রবার (১৮ মার্চ) অভিনেত্রীর নিজের থিয়েটার দল ‘ইয়ং থিয়েটার’ এক বিবৃতিতে জানায়, রাজধানী কিয়েভের একটি আবাসিক ভবনে অবস্থান করছিলেন ওকসানা। এ সময় রাশিয়ান সেনারা রকেট হামলা চালালে এই অভিনেত্রী মারা যান।
এর আগে মাতৃভূমি রক্ষার যুদ্ধে গিয়ে প্রাণ দিয়েছেন ইউক্রেনের অভিনেতা পাশা লি।
বিবিসি জানায়, ১৭ মার্চ ইউক্রেনের মারিওপোলের একটি থিয়েটার হলে হামলা চালিয়ে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে রুশ বাহিনী। থিয়েটারে বহু মানুষ লুকিয়ে ছিলেন। হামলায় বহু মানুষ হতাহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এ অভিনেত্রীর মৃত্যুর পর ইউক্রেন থেকে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ইউক্রেন দাবি করে বসতি এলাকায় ইচ্ছা করে হামলা চালাচ্ছে পুতিন বাহিনী। পাল্টা দাবি করে রাশিয়া জানায় জনবহুল এলাকায় কোনোভাবেই রকেট হামলা চালাচ্ছে না তারা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন