চালকের আসনে কিশোর, দুর্ঘটনায় নিহত ৯

জিবিনিউজ24ডেস্ক//

যুক্তরাষ্ট্রের টেক্সাসে পিকআপ ট্রাক ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া অ্যাথলেটদের বহনকারী একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। পিকআপটি ১৩ বছরের এক কিশোর চালাচ্ছিলেন। সে নিজেও প্রাণ হারিয়েছেন।

শুক্রবার (১৮ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। গত মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর দুটি গাড়িতেই আগুন ধরে যায়।

 

এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্তকারী কর্মকর্তারা জানান, ১৩ বছর বয়সী কিশোরের চালানো ট্রাকটি বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে ধাক্কা দেওয়ার আগে ট্রাকটির বাম পাশের অতিরিক্ত একটি চাকা ফেটে যায়। দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছয় গলফ খেলোয়াড় এবং তাদের কোচ নিহত হন। গলফ খেলোয়াড়দের মধ্যে পর্তুগাল ও মেক্সিকোর একজন করে রয়েছেন।

এছাড়া দুর্ঘটনায় ১৩ বছর বয়সী ওই কিশোর চালক এবং তার একজন সহযাত্রীও প্রাণ হারিয়েছেন। অন্যদিকে আহত হয়েছেন আরও দুইজন শিক্ষার্থী। পরে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়। আহত দুই শিক্ষার্থীই কানাডার নাগরিক।

টেক্সাসের ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটির সার্জেন্ট ভিক্টর টেলর বলেছেন, ১৩ বছর বয়সী কোনো কিশোরের জন্য টেক্সাস অঙ্গরাজ্যে গাড়ি চালানো অবৈধ। টেক্সাসে ১৪ বছর বয়সে বাচ্চাদের ক্লাসরুমে ড্রাইভিং শেখানো শুরু করার অনুমতি দেওয়া হয়। এবং গাড়িতে একজন প্রশিক্ষক বা লাইসেন্সপ্রাপ্ত প্রাপ্তবয়স্কদের সাথে ড্রাইভিং শুরু করার আগে তাদের বয়স অবশ্যই ১৫ বছর হতে হবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন