৭ই মার্চ উপলক্ষে যুক্তরাজ্য ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্টিত

লন্ডন প্রতিনিধি::

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ যুক্তরাজ্য শাখার আয়োজনে লন্ডনে বিশেষ আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ১৪ই মার্চ সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় লন্ডনের একটি অভিজাত হলরুমে এ আলোচনা সভা অনুষ্টিত হয়।

যুক্তরাজ্য ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু মোহাম্মদ রায়হান শাকিলের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ফরাজী জয়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ দপ্তর বিষয়ক সম্পাদক খসরুজ্জামান খসরু এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক লুৎফুর রহমান সাইদ, লন্ডন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ এহসান, প্রচার সম্পাদক দীপংকর তালুকদার, যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, সহ সভাপতি মাহবুব রহমান, যুগ্ম সম্পাদক জামাল খান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, লন্ডন মহানগর যুবলীগের সভাপতি তারেক আহমদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ফরহাদ আহমেদ, লন্ডন মহানগর যুবলীগের সহ সভাপতি সাঈদুল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান বাব্লু, পাবনা আইন কলেজের সাবেক ভিপি এ কে এম জুয়েল, কাওখালী ডিগ্রী কলেজের সাবেক ভিপি আখতার হোসেন এবং সাবেক ছাত্রনেতা আহমেদ শরীফ।

যুক্তরাজ্য ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি সৈয়দ মারুফ হোসেন, শহীদুল ইসলাম, জিয়াউর রহমান, নুরুল আমিন, স্বপন শিকদার, যুগ্ম সাধারন সম্পাদক ফখরুল কামাল জুয়েল, শাহ ফয়েজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার কামরুল হাসান তুষার,  মাহমুদুল হক সোহেল, ওসমান মিয়া, দপ্তর সম্পাদক ড্যানিয়েল আহমেদ, প্রচার সম্পাদক আবুল ফয়েজ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ অভি, আব্বাস উদ্দিন চমক - তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক , গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শিহাব হোসেন জেবিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ সুমন, স্কুল বিষয়ক সম্পাদক এপলু রহমান, সহ সম্পাদক ফাত্তাহ সজীব, সজীব সরকার, মারুফ খান মুন্না, রোমান আহমেদ, নূর আহমদ, লন্ডন মহানগর ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সহ সভাপতি সুহেল খান, সুমন আহমেদ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, মেহেদী হাসান সোহাগ, বার্মিংহাম ছাত্রলীগের সাধারন সম্পাদক নোমান আহমেদ, সাসেক্স ছাত্রলীগ এর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ , যুগ্ম সাধারন সম্পাদক মনসুর হোসেন রিপন, সাসেক্স ছাত্রনেতা জামিল খান, সাগর, রাজিন, বাদল, ইমরান কায়েস, বনি, মোস্তাক, ইফতি, রহমান, ফয়েজ, হিমেল, সজিব, রিফাত, রাশেদ আহমদ, আকিফ আহমদ, তারেক আহমদ প্রমুখ। 

অনুষ্ঠানের এক পর্যায়ে যুক্তরাজ্য ছাত্রলীগের সহ সভাপতি সৈয়দ মারুফ হোসেনের সদ্য প্রয়াত বড় ভাইয়ের এবং বাংলাদেশের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্টিত হয়। 

অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির সোপান ঐতিহাসিক ৭ ই মার্চ বাঙালির আবেগের জায়গা।  মূলত ৭ই মার্চের ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষনা তাঁর ভাষনের মাধ্যমে দিয়েছেন। ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণকে স্বাধীনতার প্রথম উচ্চারণ এবং স্বাধীনতার ভিত্তি রচনা হিসেবে উল্লেখ করেছেন বক্তারা। তারা আরো বলেন, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের পরেই বাঙালি জাতি পাকিস্তানি শাসক গোষ্ঠীকে বিতারিত করার মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর নেতৃত্বে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের সূচনা হয় ।

যুক্তরাজ্য ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু মোহাম্মদ রায়হান শাকিলের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন