জিবিনিউজ 24 ডেস্ক //
স্থানীয় বাসিন্দাদের কোভিড-১৯ পরীক্ষার হার বাড়ানোর লক্ষ্যে সরকার কর্তৃক পরিচালিত নতুন কোভিড-১৯ টেস্ট সেন্টার খোলা হয়েছে। শেডওয়েলের ওয়াটনি মার্কেট আইডিয়া স্টোরে গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার এই টেস্টিং সেন্টার খোলা হয়। যাদের ব্যক্তিগত গাড়ি নেই অথবা যারা দূরের কোথাও গিয়ে টেস্ট করাতে অক্ষম, সেই সকল বাসিন্দাদের সুবিধার্থেই বারার মধ্যবর্তী স্থানে এই টেস্ট সেন্টারটি স্থাপন করা হয়েছে। এখানে টেস্টিং করা হবে শুধুমাত্র ‘এপয়েন্টমেন্ট অনলি’ অর্থাৎ আগাম এপয়েন্টমেন্ট বুক করতে হবে।
কোভিড-১৯ এর উপসর্গ যেমন খুব বেশি জ্বর, নতুন করে কিংবা ক্রমাগত কাশি কিংবা স্বাদ বা ঘ্রাণের স্বাভাবিক অনুভূতিতে পরিবর্তন অর্থাৎ কম বা পরিবর্তন বোধ করলে www.nhs.uk/coronavirus – এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অথবা ১১৯ নাম্বারে কল করে টেস্টের জন্য এপয়েন্টমেন্ট বুক করুন।
এ প্রসঙ্গে টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস বলেন, জাতীয়ভিত্তিক এই টেস্টিং প্রোগ্রাম বর্তমানে তার সক্ষমতার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হলেও কোভিড-১৯ এর বিস্তার হ্রাস করার অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হিসেবে এটি বিবেচিত হচ্ছে। এই কারণেই পরীক্ষার সুবিধা বাড়াতে স্থানীয় সাইটগুলোর উন্নয়নে সহায়তা করার জন্য আমরা ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড সোশ্যাল কেয়ারের সাথে কাজ করেছি। একই সাথে আমি আমাদের স্থানীয় বাসিন্দাদের জন্য পর্যাপ্ত টেস্টিং নিশ্চিত করতে আমি হেলথ সেক্রেটারীর কাছে তদবির করেছি। যদি বর্তমানে আমরা সরকারের ‘বিশ্ব-সেরা’ টেস্টিং প্রোগ্রামের প্রতিশ্রুতি থেকে অনেক দূরে আছি।
মেয়র আরো বলেন, লন্ডন সগ গোটা দেশের মতো আমাদের বারায়ও কভোডি-১৯ এর সংক্রমণের হার আবার বাড়তির প্রবণতা দেখা যাচ্ছে, তাই এই স্থানীয় টেস্টিং সেন্টারটি আমাদের বাসিন্দাদের বাড়ির কাছাকাছি পরীক্ষার বিষয়টি সহজ করে দেবে।
কোভিড-১৯ এর লক্ষণ আছে এমন যে কেউ টেস্টের জন্য বুক করতে পারলেও দুর্বল বা ভালনেরেবল গ্রুপ যেমন খুবই বৃদ্ধ অথবা যাদের ডিজিবিলিটি রয়েছে, তাদের ক্ষেত্রে কিছু স্লট সংরক্ষিত থাকবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন