জিবিনিউজ24ডেস্ক//
জল্পনার অবসান ঘটিয়ে মোহন রাজা পরিচালিত ‘গডফাদার’ এ অভিনয়ের মাধ্যমে দক্ষিণী ছবিতে পা রাখছেন সালমান খান। ছবিটিতে সালমান ছাড়াও অভিনয় করবেন চিরঞ্জীবী ও নয়নতারা। তেলুগু অ্যাকশন ধারার এ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ভাইজান খ্যাত এই বলিউড সুপারস্টার।
আগামী সপ্তাহেই চিরঞ্জীবীর সঙ্গে এই ছবির শুটিংয়ে অংশ নেবেন সালমান। চিরঞ্জীবী সোশ্যাল মিডিয়ায় সালমানের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘ভাই, স্বাগত। আমরা সবাই উচ্ছ্বসিত। তোমার সঙ্গে স্ক্রিন শেয়ার করাটা হবে খুবই আনন্দের।
‘গডফাদার’ ছবিটি সুপারহিট মালয়ালম ছবি ‘লুসিফার’ এর রিমেক। সালমানের চরিত্র নিয়ে কোনও তথ্য খোলসা করা হয়নি। তবে চিত্রনাট্য আর চরিত্র যাই হোক না কেন, সালমান তার নিজের ম্যাজিকেই সবাইকে মাতিয়ে দেবেন, এটা বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘টাইগার থ্রি’ ছবির ট্রিজার শেয়ার করেছেন সালমান খান। সেই সাথে ঘোষণা করেন মুক্তির তারিখ। ২০২৩ সালে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এতে তার বিপরীতে অভিনয় করবেন ক্যাটরিনা কাইফ। ছবিটি মুক্তি পাবে হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন