জিবিনিউজ24ডেস্ক//
ইউক্রেনে রাশিয়ার হামলায় কমপক্ষে ৮৪৭ জন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের অফিস (ওএইচসিএইচআর)।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে গত শুক্রবার পর্যন্ত সময়ের মধ্যে রাশিয়ার হামলায় তাদের মৃত্যু হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে রোববার (২০ মার্চ) এমনটি জানানো হয়েছে।
ওএইচসিএইচআর বলছে, এই ৮৪৭ জনের ভেতর ৬৪ জন শিশু রয়েছে। এ ছাড়া ১ হাজার ৩৯৯ জন বেসামরিক লোক রাশিয়ার হামলায় আহত হয়েছে। এর মধ্যে ৭৮ জন শিশু রয়েছে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থাটি জানিয়েছে, বেশির ভাগ বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে বিস্ফোরক অস্ত্র ব্যবহারের কারণে—যার মধ্যে ভারী কামান এবং একাধিক-লঞ্চ রকেট সিস্টেম থেকে গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায়।
তবে সংস্থাটি আশঙ্কা করে বলেছে, হতাহতের এই সংখ্যা প্রকৃতপক্ষে আরও অনেক বেশি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন