মৌলভীবাজার পৌরসভার ৯৭ কোটি টাকার বাজেট ঘোষণা

জিবিনিউজ 24 ডেস্ক //

মৌলভীবাজার পৌরসভার ২০২০-২১ অর্থবছরের জন্য ৯৭ কোটি ১৬ লক্ষ ৩৩ হাজার ৬৮০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর হলরুমে নতুন অর্থবছরের বাজেট ঘোষণা করেন মেয়র মো. ফজলুর রহমান।

এবারের বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৮ কোটি ১৬ লক্ষ ৭৪ হাজার ৬৩৮ টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৮৫ লক্ষ ৬৯ হাজার ৪৮৭টাকা। উন্নয়ন খাতে ৮৮ কোটি ৪৪ লক্ষ ৭৬ হাজার ৫২১ টাকা আয় ও ব্যয় সমান ধরা হয়েছে।

বাজেট বক্তব্যে পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান বলেন, বিগত বছরে আমরা কুদালিছড়া খনন কাজ, প্রবীণাঙ্গন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজ শেষ করতে পেরেছি। দশ কোটি টাকা ঋণ নিয়ে পৌরসভার দায়িত্ব নিয়েছিলাম। সকলের সহযোগীতায় উন্নয়ন কাজ অব্যাহত রাখতে চাই।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন