জিবিনিউজ24ডেস্ক//
বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। বিশ বছর ধরে তালিকাভুক্ত হলেও বেতারের কোনো নাটকে অভিনয় করেননি তিনি। অবশেষে বেতারের নাটকে অভিনয় করলেন এই অভিনেতা।
মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত ‘সূর্যোদয়ের আগে সূর্যাস্তের পরে’ শিরোনামের নাটকটি রচনা করেছেন তারেক মঞ্জুর। নাটকটি প্রযোজনা করেছেন সৈয়দা ফরিদা ফেরদৌসী যাত্রী।
বেতারের নাটকে প্রথম অভিনয় প্রসঙ্গে মিলন বলেন, আমি ২০০২ সালে বেতারে শিল্পী হিসেবে তালিকাভুক্ত হই। তবে সময়ের কারণে কাজ করা হয়ে ওঠেনি। এবার সময় পেয়েছি তাই কাজ করলাম। নাটকটিতে আমি সূত্রধর চরিত্রে অভিনয় করছি। নাটকে আমার সঙ্গে আরো অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, শাহেদ, চাঁদনী, ওয়াহিদা মল্লিক জলিসহ অনেকে। এখন থেকে নিয়মিত বেতার নাটকে আমাকে পাওয়া যাবে।
কাজের অভিজ্ঞতা জানিয়ে মিলন বলেন, আমরা সাধারণত যেভাবে অভিনয় করি তেমনটা ছিল না। এইখানে কণ্ঠ দিয়েই সবকিছু করতে হয়। আশা করছি, নাটকটি শ্রোতাদের ভালো লাগবে।
বর্তমানে বেশকিছু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিলন। সম্প্রতি ‘আলপিন’ শিরোনামে একটি ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। মিলন অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা চলচ্চিত্র গুলো হচ্ছে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’, মেহেদী হাসানের ‘নদীর জলে শাপলা ভাসে’ ও সাইফ চন্দনের ‘ওস্তাদ’।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন