জিবিনিউজ24ডেস্ক//
খাদ্যদ্রব্যের আকাশচুম্বী দাম আর মুদ্রাস্ফীতিতে চরম অর্থনৈতিক সঙ্কটে থাকা শ্রীলঙ্কায় সাশ্রয়ী মূল্যে তেল কেনার জন্য লাইনে দাঁড়িয়ে দুজনের মৃত্যু হয়েছে। খবর রয়টার্সের।
কলম্বোয় পুলিশের মুখপাত্র নলিন থালদুয়া বলেন, তেল কিনতে গিয়ে যে দুজন মারা গেছেন, তাদের বয়স সত্তরের কোটায়। দুটি ভিন্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। তারা পেট্রল ও কেরোসিন কেনার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। তারা জ্বালানি তেলের জন্য চার ঘণ্টার বেশি লাইনে দাঁড়িয়ে ছিলেন।
শ্রীলঙ্কার পেট্রোলিয়াম জেনারেল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি অশোকা রানওয়ালা বলেছেন, অপরিশোধিত তেলের মজুত ফুরিয়ে যাওয়ায় দেশটির একমাত্র জ্বালানি শোধনাগার কার্যক্রম স্থগিত করেছে।
শ্রীলঙ্কায় কয়েক সপ্তাহ ধরে তেলের পাম্পের সামনে লম্বা লাইনে মানুষকে দাঁড়াতে হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি তেল। দেশটির অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন