ব্রিটেনে পেট্রল-ডিজেলের দাম কমবে

জিবিনিউজ24ডেস্ক//

ব্রিটেনের পেট্রল স্টেশনগুলোতে এখনকার পরিচিত একটি দৃশ্য। ডিজেল-পেট্রলের দাম বাড়ছেই। ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে বিশ্বব্যাপী জ্বালানির মূল্য বেড়ে যাওয়ায় ব্রিটেনেও এর প্রভাব পড়েছে। ফলে উৎকণ্ঠায় আছেন গাড়ি চালকেরা।

ব্যস্ত নগরবাসীর তুলনায় ব্যাক্তিগত গাড়ি বেশী ব্যবহার করতে হয় গ্রামাঞ্চলের মানুষকে। কিন্তু গাড়ির জ্বালানির খরচ বেড়ে যাওয়ায় অনেকে এখন ঝুঁকছেন সাইকেল চালানোর দিকে। সাফোক এলাকায় যারা সাইকেল চালান, তাঁরাও বলছেন ইদানীং সাইকেল চালকের সংখ্যা বেড়ে গেছে। রেবেকা নামের এই পশুচিকিৎসক গাড়ি ছেড়ে সাইকেলে যাতায়াত করে মাসে অন্তত ৪০ পাউন্ড খরচ বাঁচাতে পারেন।

এদিকে সাফোকের এই সাইকেল বিক্রেতা বলছেন, তাঁর দোকানে সাইকেলের বিক্রি বেড়ে গেছে। সাইকেল ক্রেতাদের কাছেই তিনি জেনেছেন, গাড়ির জ্বালানির খরচ বাঁচাতে তাঁরা সাইকেলের দিকে ঝুঁকছেন।

কেবল গত ছয় সপ্তাহেই পেট্রলের দাম বেড়েছে ব্যাপকভাবে। ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত প্রতি লিটার পেট্রলের মূল্য বেড়েছে ২০ পেন্স। এই স্টোরের মালিক জানালেন, জ্বালানির মূল্যের এই বৃদ্ধি নজিরবিহীন।

পেট্রলের দাম বৃদ্ধির এই প্রবণতা খুব শীঘ্রই থামবেনা। তাই মূল্য বৃদ্ধির লাগাম ধরে রাখতে পারে সরকার। ওয়েলসের কনজারভেটিভ পার্টি বলছে, ফিউল ডিউটি কমিয়ে গাড়ি চালকদের সহায়তা দেয়া যায়। এজন্য আসন্ন স্প্রিং স্টেটমেন্টে চ্যান্সেলরকে এই ঘোষণা দেয়ার আহবান জানাচ্ছে ওয়েলসের কনজারভেটিভ পার্টি। আগামী ২৩ মার্চ হাউজ অফ কমন্সে স্প্রিং স্টেটমেন্টে ঘোষণা করবেন চ্যান্সেলর।

পেট্রল কেনার সময় দুই ধরনের ট্যাক্স দিতে হয়। একটি ফিউল ডিউটি অন্যটি ভিএটি। এই মুহূর্তে ফিউল ডিউটি প্রতি লিটারে ৫৭ দশমিক ৯৫ পেন্স। আর ভিএটি আছে মূল্যের ২০ শতাংশ। সরকার বলছে, ১২ বছর যাবত ফিউল ডিউটি বাড়ানো হয়নি।
কিন্তু বর্তমানে যেভাবে পেট্রলের দাম বাড়ছে, তাতে ফিউল ডিউটি কমানো অনেকটা অপরিহার্য হয়ে পড়েছে।

রিপাবলিক অফ আয়ারল্যান্ডে চলতি সপ্তাহে ফিউল ডিউটি কমানো হয়েছে। প্রতি লিটার পেট্রলে ১৭ পেন্স এবং প্রতি লিটার ডিজেলে ১৩ পেন্স ফিউল ডিউটি কমেছে রিপাবলিক অফ আয়ারল্যান্ডে। স্প্রিং স্টেটমেন্টে সরকার এমন কোনো ঘোষণা দেয় কিনা, এখন তাই দেখার অপেক্ষায় মটর ইন্ডাস্ট্রির নেতারা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন