ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন 

ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে নেতৃবৃন্দরা বলেন, বাংলাদেশের এক অনন্য প্রাচীনতম জনপদ হচ্ছে ঢাকাদক্ষিণ। এই এলাকার ইতিহাস ও ঐতিহ্যকে সমুন্নত রাখতে এবং এলাকার উন্নয়নের ধারাকে আর এগিয়ে নিয়ে যেতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা।

গত ১৩ মার্চ রবিবার সংস্থার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, এলাকার উন্নয়ন এবং আর্তমানবতার সেবায় ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা যেভাবে কাজ করে যাচ্ছে, সেই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে এটি প্রবাসে বাংলাদেশী সকল সংগঠনের কাছে মাইলফলক হিসাবে দৃষ্টান্ত স্থাপন করবে।

সংস্থার প্রেসিডেন্ট নুর উদ্দিন শাহনুর মিয়ার সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি ইয়ামীম দিদার এর উপস্থাপনায় অভিষেক অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন আজিজুর রহমান আজিজ।

পরে প্রধান নির্বাচন কমিশনার শামীম আহমদ আনুষ্ঠানিক ভাবে ২০২২-২০২৪ সালের জন্য নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন। এসময় তাকে সহযোগিতা করেন নির্বাচন কমিশনার আমিনুর রশিদ খান এবং মাহমুদুর রহমান শানুর। 

অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপদেষ্টা সদস্য আতাউর রহমান আঙুর মিয়া, তছউর আলী এবং আব্দুল লতিফ নিজাম।

ইসি কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন, ভাইস প্রেসিডেন্ট দেলোয়ার আহমদ শাহান, এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি আব্দুল বাছির, ট্রেজারার শামীম আহমদ, এসিস্ট্যান্ট ট্রেজারার জুবায়ের সিদ্দিক, অর্গানাইজিং সেক্রেটারি রেদওয়ান হোসেন রেজা, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি আনোয়ার শাহজাহান,  ইসি মেম্বার মামুনুর রশিদ খান, শাহরিয়ার আহমদ সুমন, রায়হান উদ্দিন, কামরুল ইসলাম, আজিজুর রহমান আজিজ প্রমুখ।

এছাড়াও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার রাবিনা খান আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অভিষেক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এম শামসুদ্দিন, প্রাক্তন সভাপতি কামাল উদ্দিন খোকন, দেলোয়ার হোসেন লেবু, আফজাল হোসেন চৌধুরী, হাবিবুর রহমান, হাফিজ রশিদ খান, খালেদ আজিম উদ্দিন জামাল, জুবায়ের আহমদ খান মিলন, ইকবাল আহমদ চৌধুরী, রুহুল আমিন সেলিম, জোবায়ের খান, সুহেল চৌধুরী, রোসুম জসিম উদ্দিন, সুহেল আহমদ, রিয়াজ উদ্দিন, সাইফুল ইসলাম, শাহজান খান, জাকির হোসেন, মারুফ আহমদ, দেলোয়ার হোসেন, কামরুজ্জামান, কিশোরায় এনাম লিটন, বাবলু ইসলাম, জুবের আহমদ, আলী আহমদ,জুনায়েদ আহমদ, আলী আকবর, সিদ্দিকুর রহমান, মোহন চৌধুরী, গোলাম কিবরিয়া, সাবুল আহমদ, তাজুল উদ্দিন দিপু, মাহমুদুল হক প্রমুখ।

কমিটির অভিষেক অনুষ্ঠানে সদস্য ১৭ বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি নাম ঘোষণা করা হয়। কমিটির সদস্যরা হলেন, আতাউর রহমান আঙুর মিয়া, তছউর আলী, এমরান আহমদ চৌধুরী, শামীম আহমদ, দেলোয়ার হোসেন লেবু, হাবিবুর রহমান, আফজাল হোসেন চৌধুরী, খালেদ আজিম উদ্দিন জামাল, আবজল হোসেন, আব্দুল লতিফ নিজাম, আমিনুর রশিদ খান এমরান, মাহমুদুর রহমান শানুর, জুবায়ের আহমদ খান মিলন, সেলিম উদ্দিন চাকলাদার,  ইকবাল আহমদ চৌধুরী, শামীম আহমদ, শাহাব উদ্দিন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন