জুড়ীতে পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ী ৩০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের জালে  বন্দী  

জালালুর রহমান,জুড়ী(মৌলভীবাজার)

মৌলভীবাজারের জুড়ীতে ৩০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ, মাদক সম্রাট কামাল হোসেন(৪৭) বাতেন(৩০) তাদের  গ্রেপ্তার করে জুড়ী থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে , জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীর দিকনির্দেশনা , এস আই অনিক রঞ্জন দাস এর নেতৃত্বে, এ এস আই মনিরুল ইসলাম সহ এক দল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ,জুড়ী উপজেলার, জাহাঙ্গীরাই মসজিদের সামনে রাস্তার উপর থেকে আটক করে  (২১/মার্চ/২২ ইং) রাত আনুমানিক সাড়ে ১১ ঘটিকায় । পড়ে তাদের দেহ তল্লাশি করে জুড়ী থানা পুলিশ  তাদের  সাথে থাকা ৩০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। জানা গেছে জাহাঙ্গীরাই গ্রামের মৃত শিশু মিয়ার ছেলে কামাল হোসেন, আব্দুল হালিম এর ছেলে বাতেন। মাদক ব্যবসায়ী কামাল ও বাতেন দীর্ঘদিন থেকে  সীমান্তবর্তী এলাকা জুড়ী থেকে  মৌলভীবাজার জেলার  বিভিন্ন স্থানে  মাদক বিক্রয় বিতরণে লিপ্ত থাকে,এতে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে,ফলে উঠতি বয়সের যুবক, তরুণ, মাদক সেবনে লিপ্ত। জুড়ী থানায় মামলা নং ১০, ২২/৩/২০২২ ইং, তাদের বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রতিরোধে  আইন এর ধারা ৩৬(১)এর টেবিল  ১০(ক)/২৬, রুজু করা হইল। মঙ্গলবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী  সত্যতা নিশ্চিত করেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন