মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে-আমেরিকার ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামার জ্যেষ্ঠ কন্যা মালিয়া ওবামা এখন ব্রিটিশ নাগরিক ররী ফারকুহারসনের সাথে প্রেম-প্রণয়ে আকণ্ঠ নিমজ্জিত। গত ২০ সেপ্টেম্বর বিশেষ সূত্রে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্যানুসারে উর্বশী মালিয়ার সাথে সুদর্শন ফারকুহারসনের প্রথম পরিচয় হয় ২০১৭ সালে হার্ভার্ড ক্যাম্পাসে হার্ভার্ড-ইয়েল গেইম টেইলগেমিং পার্টিতে। এরপর প্রথম দর্শনের প্রেম প্রণয়ে গড়ায় এবং নানা মুখরোচক সংবাদও মাঝে মাঝে প্রকাশ পায়। মালিয়া এবং তার বয়ফ্রেন্ড ফারকুহারসন সমবয়সী বলেও জানা গেছে। হাই স্কুল সমাপ্তির পর মালিয়ার এক বছরের শূন্যতা পড়ায় বর্তমানে হার্ভার্ডে ফারকুহারসন মালিয়ার চেয়ে এক বছর এগিয়ে আছে। ফারকুহারসনের পিতা-মাতা চালেস এবং ক্যাথেড্রিন ফারকুহারসন বলে জানা গেছে। তারা যথাক্রমে লন্ডনের একটি ইনভেস্টমেন্ট ফার্মের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং অ্যাকাউন্ট্যান্ট বলে জানা গেছে।
.jpg)
প্রেসিডেন্ট বারাক ওবামার জ্যেষ্ঠ কন্যা মালিয়া ওবামা এখন প্রেম-প্রণয়ে

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন