পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা||

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত। দিবসটি উপলক্ষ্যে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । 

উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে ২৫ মার্চ শুক্রবার সকাল ১০টায় সড়ক ও জনপদ অফিস সংলগ্ন বধ‍্যভূমিতে শহীদদের আত্নার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ‍্যুৎ, সি-সার্কেল উদয় কুমার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম। উপজেলা আ'লীগ সহ-সভাপতি সাইফুলার রহমান চৌধুরী তোতা, সাবেক সভাপতি আবু বকর প্রধান, সাবেক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, রিপোটার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগ সভাপতি আবুল কালাম আজাদ সাবু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আশরাফুল ইসলাম তিতাস প্রমূখ।

বক্তারা বলেন, ২৫ মার্চ ১৯৭১ সালের এই দিনের শেষে এক ভয়াল বিভীষিকাময় রাত নেমে এসেছিল। মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী বাঙালি জাতির কন্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য লক্ষ্যে সারাদেশে নিরস্ত্র বাঙালি জাতির ওপর ঝাঁপিয়ে পড়ে। 

বাঙালির স্বাধীনতার আকাঙ্খা মুছে দেওয়ার চেষ্টায় সেদিন ২৫ গণহত্যা চালিয়েছিল পাকিস্তানি বাহিনী।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন