স্টাফ রিপোর্টার : মাদক, ইভটিজিং ও অসামাজিক কার্যকলাপ বিরোধী প্রতিবাদী সামাজিক সংস্থা, জেলা যুব কল্যান সংস্থা মৌলভীবাজার এর বিভিন্ন শাখা কমিটি ও বড় বড় শিক্ষা প্রতিষ্টানে তাদের কমিটি গঠন করে যুব সমাজ কে মাদক বিরোধী সামাজিক কাজে জড়িত করার প্রত্যয় নিয়ে এবার মৌলভীবাজার সরকারি কলেজ কমিটি ঘোষনা করেছে সংস্থাটি।
(২৫ মার্চ রোজ শুক্রবার ) জেলা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, আলিম উদ্দিন হালিম ও সাধারণ সম্পাদক নুরুল হকের এক স্বাক্ষরিত পেডে ২ জন উপদেষ্টা ও ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরি কমিটির অনুমোদন দেওয়া হয়।
উপদেষ্টারা হলেন, গোলাম মোশারফ টিটু সাবেক সরকারি কলেজ ছাত্র , চেয়ারম্যান ১২ নং গিয়াসনগর ইউনিয়ন পরিষদ ও স্থায়ী কমিটির সদস্য জেলা যুব কল্যাণ সংস্থা , শেখ আব্দুস সামাদ আজাদ, সাবেক ছাত্র, মৌলভীবাজার সরকারি কলেজ।
নুরুল আমিন রাহিন কে সভাপতি ও শেখ হেলাল আহমদ কে সাধারন সম্পাদক করে নব-গঠিত কার্যকরী পরিষদ গঠন করা হয়।
কার্যকরি পরিষদে যারা ঠাঁই পান, সিনিয়র সহ-সভাপতি জুবায়ের আহমদ ,সহ-সভাপতি আজহারুল ইসলাম রাফি, তোফায়েল আহমদ, জুনেদ আহমদ, আলী আহসান চৌধুরী , মাসুদুর রহমান, সংকর মালাকার , সৌরভ আহমদ, সামির আহমদ, ফতেউল ইসলাম, শাওন তালুকদার, জুবায়েল হোসেন
যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাসেম, আশরাফুল ইসলাম, মিজানুর রহমান, মো: হাসান ,ইয়াসিন সিকদার নয়ন, ইমাদ আহমদ, আব্দুল আলিম সজিব, আয়ান আহমদ রাহিদ, সুমন আহমদ , জিয়াউর রহমান
সাংগঠনিক সম্পাদক, ফায়েদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক, হাসানুর রহমান ,সামাদ আহমদ আবীর, মোস্তাকিম আহমদ, ইমরান খান ,আব্দুল কাইয়ুম, বাপ্পী দাশ, হিরন আহমদ, রায়হান আহমদ
প্রচার সম্পাদক, সাফিউল ইসলাম সৌরভ, সহ-প্রচার সম্পাদক, মুক্তাদির আহমদ সজিব, দপ্তর সম্পাদক , মো:তমাল হোসেন ,সহ-দপ্তর সম্পাদক, রেজাউল করিম অনি, অর্থ সম্পাদক, ইমাদ উদ্দিন আহমদ, সহ-অর্থ সম্পাদক , মো:রুহেল ,ধর্ম বিষয়ক সম্পাদক, আসিফ উদ্দিন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক, আবির হোসাইন, ক্রীড়া সম্পাদক, সাকিল খান, সাহিত্য বিষয়ক সম্পাদক, হোসাইন ইফতি,
শিক্ষা বিষয়ক সম্পাদক, মোঃ জামিল আহমদ, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক, আজিজ আহমদ,
সাংস্কৃতিক সম্পাদক, বিজয় আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক, শাহরিয়ার দিদার , তথ্য ও যোগাযোগ সম্পাদক, বিবেক বনিক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, হিমেল তরফদার, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক, রুহুল আমিন , স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, তাহসিন ইসলাম সাইফ, আন্তর্জাতিক সম্পাদক, নাঈম আহমদ ,সহ-আন্তর্জাতিক সম্পাদক, মাহিম খান, মহিলা বিষয়ক সম্পাদক, মমি কর, সহ-মহিলা বিষয়ক সম্পাদক , ঝরণা তালুকদার, কানিজ ফারহানা,
পরিবেশ সম্পাদক, মাজহারুল ইসলাম কাসফি ডসাইবার বিষয়ক সম্পাদক, তানভীর ইসলাম, সহ-সাইবার বিষয়ক সম্পাদক , অমিত ইসলাম, মিডিয়া বিষয়ক সম্পাদক, মাহদি ইসলাম ,মানবাধিকার বিষয়ক সম্পাদক,, মো: কবির, সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক, সৈয়দ তাকরিম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক, আবুল বাসার নাসিম, সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক, দিপ্ত পাল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, তানজিম আহমদ,
গবেষণা সম্পাদক , সাব্বির আহমদ, শৃঙ্খলা বিষয়ক সম্পাদক, সিমান্ত পাল,
কার্যকরী সদস্যরা হলেন , মো: নাহিদ মিয়া, মোঃ শফিকুল ইসলাম শুভ , আরিফুল ইসলাম সায়মন,, সাকিব খান , প্রান্ত দত্ত, রিপন মনি , রেদোয়ান চৌধুরী
, আমিরুল ইসলাম আরিফ ,আবিদ হাসান রাব্বি, জাহাঙ্গীর আহমদ, সোহেল আহমদ ,তায়েফ আহমদ , সাহান আহমদ ,মো: জাকারিয়া হোসাইন,
ওলিউর রহমান ,নয়ন দেবনাত, রেজাউর করিম ,দুলাল আহমদ ,
সুমন আহমদ, আবিদ হাসান রাব্বি ,জাকির মিয়া
সঞ্জয় দেব,
আল মাশরাফি ইমতি ,সাকিবুল হাসান সাকিব ,রোহান আহমদ , রুমন আহমদ ,জাবের আহমদ ,তানভীর আহমদ অভি ,মাহফুজ ইসলাম ,ময়নুল ইসলাম ,রিপন দেবনাথ
নাহিদ আহমদ ,ফাহিম আহমদ,তাহিদুল ইসলাম ,জামান আহমদ ,সুয়েব আদনান আরাফ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন