পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ||
পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে কপিলমুনি বধ্যভ‚মি স্মৃতিসৌধে পুষ্পস্তবক
অর্পন করা হয়। এরপর সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ রবিউল ইসলাম, মিহির বরণ মন্ডল। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, খালেকুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, ইউআরসি ইন্সট্যাক্টর ইমান উদ্দীন, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান, সমবায় কর্মকর্তা বেনজির আহম্মেদ, শিক্ষক শামীম হুসাইন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল
আজিজ, শিক্ষার্থী অহনা রহমান, সুমাইয়া ইসলাম রোজ ও প্রিয়তা সরদার।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন