ছাতক থেকে সংবাদদাতা ||
ছাতকের মধ্য দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর উপর দিয়ে যাওয়া রোপওয়ের ক্যাবল ঝুলে রয়েছে। ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ের হুইল
থেকে ক্যাবল ছিটকে পড়েছে। প্রায় এক সপ্তাহ ধরে নদীতে ক্যাবল ঝুলে থাকায়
প্রতিনিয়তই ঝুঁকি নিয়ে চলছে সকল প্রকার নৌ-যান। রেলওয়ে থেকে
সর্তকতায় নদীর মধ্যভাগে ঝুলে থাকা ক্যাবলে লাল কাপড় সাটিয়ে দেওয়া হয়েছে।
স্থানীয়রা বলেন, রোপওয়ে বিভাগের ঝুলন্ত ক্যাবল জরুরী ভিত্তিতে সংস্কার না করলে যে কোন মুহুর্তে দূর্ঘটনার আশংকা রয়েছে।
জানা যায়, প্রায় এক যুগ ধরে ভারত থেকে পাথর বহনকারী ছাতক-ভোলাগঞ্জ
রোপওয়েটি বন্ধ রয়েছে। নানা জটিলতায় এটি চালু করতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রোপওয়ে বিভাগের অধিকাংশ টাওয়ার গুলো এখন জরাজীর্ণ হয়ে পড়েছে। ছাতক থেকে ভোলাগঞ্জ পর্যন্ত ১৯কিলোমিটার দূরত্বের
রোপওয়েটি ৩টি এঙ্গেলে বিভক্ত রয়েছে। গত ১৭ মার্চ রাতে এঙ্গেল-২ (কুচবাড়ী-
গুচ্ছগ্রাম) এলাকায় ৪টি টাওয়ার থেকে রোপওয়ের ক্যাবল হুইল থেকে ছিটকে পড়ে
ক্যাবল ঝুলে যায়। এবিষয়ে রোপওয়ে ছাতক বাজার স্থানীয় শাখা থেকে সংশ্লিষ্ট
কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে শাখার ফোরম্যান মাহবুব আলম এবিষয়ে বলেন, রোপওয়ে
হুইল ছিড়ে ক্যাবল পড়ে যাওয়ার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মূলত
লোকবল সংকটের কারনে টাওয়ার থেকে ছিটকে পড়া ক্যাবল মেরামত কাজে কিছুটা
বিলম্ব হচ্ছে।
রেলওয়ের রোপওয়ে বিভাগের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত) মো.সিরাজ জিন্নাত
বলেন, এখানে ক্যাবল ছিটকে পড়ার বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষ অবগত রয়েছেন।
আমরা এটি পূর্বের অবস্থানে নেওয়ার জন্য আগামী ২/৩দিনের মধ্যে কাজ শুরু করার
প্রস্তুতি নিয়েছি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন