নিজ স্বার্থ হাসিল করতে চান ট্রাম্প-মানুষের আতঙ্ক পুঁজি করে

মোঃ নাসির, নিউ জার্সি ||  আমেরিকা থেকে-সোমালিয়ান বংশোদ্ভূত মার্কিন মুসলিম কংগ্রেস সদস্য ইলহান ওমরের প্রশ্ন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সমর্থকরা তাকে নিয়ে এত পীড়িত কেন? তিনি বলেন, এটা আমার দেশ এবং আমি প্রতিনিধি পরিষদের সদস্য, যেখানে ট্রাম্পকে অভিসংশন করা হয়েছে।    মিডল ইস্ট আইয়ের খবরে এমন তথ্য পাওয়া গেছে। নির্বাচনী প্রচারে ইলহান ওমরের বিরুদ্ধে নিয়মিত বিষোদগার করে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বিষোদগারের জবাবে টুইটারে দেওয়া এক পোস্টে ইলহান বলেন, গৃহযুদ্ধকবলিত একটি দেশ থেকে মাত্র আট বছর বয়সে আমি পালিয়ে এসেছি। এতটুকু বয়সের একটি শিশু একটি দেশ চালাতে পারে না, যদিও আপনি সেভাবেই সবকিছু করে যাচ্ছেন।    ২৩ সেপ্টেম্বর বুধবার ইলহান ওমর বলেন, মানুষের আতঙ্ক পুঁজি করে ট্রাম্প নিজের স্বার্থ হাসিল করতে চাচ্ছেন। তিনি যেখানেই যান, ঘৃণার রোগ ছড়িয়ে দেন। দেশজুড়ে তার সভা-সমাবেশগুলোতে আতঙ্ক ইন্ধন জোগাচ্ছে। মিনেসোটায় বিজয়ের ব্যাপারে তার মধ্যে মারাত্মক আতঙ্ক কাজ করছে, যে কারণে তিনি ঘৃণার আশ্রয় নিচ্ছেন।    ২২ সেপ্টেম্বর মঙ্গলবার পেনসিলভানিয়ায় দেওয়া এক ভাষণে ফের ইলহানের বিরুদ্ধে নিজের বিদ্বেষ প্রচার করেন ট্রাম্প। বলেন, সোমালিয়ান বংশোদ্ভূত একজন মার্কিন আইনপ্রণেতা আমেরিকানদের বলছে, কীভাবে আমাদের দেশ চালাতে হবে?    সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, আমরা দেশ কীভাবে চালাব, সে তা বলে দিচ্ছে। আপনি যেখান থেকে এসেছেন, সেখানে গিয়ে বলছেন না কেন? আপনার দেশ কীভাবে চলছে?

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন