জিবিনিউজ 24 ডেস্ক//
ইউক্রেনের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এই প্রথমবার দেশ দুটির শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সরাসরি কোনো বৈঠক অনুষ্ঠিত হলো।
শনিবার (২৬ মার্চ) পোল্যান্ডের সিটি সেন্টারের মারিওট হোটেলে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা এবং প্রতিরক্ষামন্ত্রী ওলেস্কী রেজনিকোভ বাইডেনের এ বৈঠকে অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে আলোচনার বিস্তারিত জানা যায়নি।
এর আগে হোয়াইট হাউস বলেছিল, বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা এবং প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভের সঙ্গে একটি অনানুষ্ঠানিক বৈঠক করবেন। জো বাইডেন শুক্রবার থেকে পোল্যান্ডে অবস্থান করছেন। পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদার সঙ্গেও তার একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এ ছাড়া ইউক্রেন-রাশিয়া সংঘাত নিয়ে শনিবার জো বাইডেনের গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
এদিকে যুদ্ধ চলা অবস্থায় ইউক্রেনের দুই মন্ত্রীর বিদেশ সফরকে অনেকে রাশিয়ার সঙ্গে দেশটির যুদ্ধ কেমন যাচ্ছে সেই ব্যাপারে আত্মবিশ্বাস বাড়ার ইঙ্গিত বলে মনে করছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন