মৌলভীবাজার প্রতিনিধি \ যুবদের আত্বকমী থেকে উদ্যোক্তা সৃষ্টি লক্ষ্যে প্রশিক্ষিত যুবদের নিয়ে ৫দিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন কোর্স শুরু হয়েছে।
গতকাল রবিবার ২৭ মার্চ মৌলভীবাজার জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন কোর্স শুরু হয়।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো: মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সদর যুব উন্নয়ন কর্মকর্তা জসীম উদ্দিনের পরিচালনায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন কোর্স এর উদ্ভোধনী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। প্রশিক্ষণ কোর্সে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ,বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপ পরিচালক দিলশাদ মরিয়ম মনি, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব প্রমুখ। উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন কোর্সে জেলার ৩০ জন প্রশিক্ষিত যুবগন অংশ গ্রহন করছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন