স্টাফ রিপোর্টার :
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে, যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে আমাদের করণীয় শীর্ষক
মাদক বিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মাদক, ইভটিজিং ও অসামাজিক কার্যকলাপ বিরোধী প্রতিবাদি সামাজিক সংস্থা, জেলা যুব কল্যান সংস্থা মৌলভীবাজার এর মাদক বিরোধী ধারাবাহিক কর্মসূচি হিসেবে বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে জন-সচেতনতা মূলক সামাজিক কাজে যুব সমাজ তরুণ তরুণী/ যুবক যুবতী ও ছাত্র ছাত্রীদের কে উদ্বুদ্ধ করার লক্ষ্যে মূলত এ মাদক বিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
২৭ মার্চ (রবিবার) মৌলভীবাজার সরকারি কলেজ অডিটরিয়াম কনফারেন্স হল রুমের সম্মুখে, সকাল ১১ ঘটিকার সময়।
সদর উপজেলা কমিটির সভাপতি, ওলিউর রহমান নিজামের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে,
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যেসকল শহিদগণ শহিদ হয়েছেন সেসকল শহিদের প্রতি বিন্ম্রশ্রদ্ধাও যানায়
সংস্হাটি এবং ১মিনিট দারিয়ে নিরবতা পালনও করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ জাকারিয়া, পুলিশ সুপার, মৌলভীবাজার।
প্রধান আলোচক, আলিম উদ্দিন হালিম, প্রতিষ্ঠাতা সভাপতি, জেলা যুব কল্যান সংস্থা মৌলভীবাজার।
সম্মনিত অতিথি, সাবরীনা রহমান সদর উপজেলা নিবার্হী অফিসার, মৌলভীবাজার, মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম, উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর মৌলভীবাজার, রাশেদুজ্জামান চৌধুরী, উপ-পরিচালক, জেলা সমাজসেবা অধিদপ্তর মৌলভীবাজার, ডাঃ বিদুর কান্তি সাহা, কনসালটেন্ট, ২৫০ সয্যা সদর হাসপাতাল মৌলভীবাজার, মোঃ ইয়াছিনুল হক, অফিসার ইনচার্জ মডেল থানা মৌলভীবাজার, গোলাম মোশাররফ টিটু, চেয়ারম্যান, ১২ নং গিয়াসনগর ইউনিয়ন পরিষদ ও স্থায়ী কমিটির সদস্য, জেলা যুব কল্যাণ সংস্থা মৌলভীবাজার।
সভায় সভাপতিত্ব করেন, প্রফেসর সাইফুদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মৌলভীবাজার সরকারি কলেজ।
যৌথ পরিচালনা করেন,সাধারণ সম্পাদক, মোঃ নুরুল হক ও যুগ্ন-সম্পাদক, মোহাম্মদ আলী টিপু
যুব সংস্থাটি মূলত জন-সচেতনার লক্ষ্যে মাদক ও ইভটিজার হতে তাৎক্ষণিক নিজেকে বাঁচাতে সরকারী জরুরী সেবা ৯৯৯, ৩৩৩, মৌলভীবাজার এর দায়িত্বশীল পুলিশ সুপার ও তাহাদের উর্ধতন কর্মকর্তার নাম্বার, সামাজিক যোগযোগ ও মাদক বিরোধী আলোচনায় পেস্টুনের মাধ্যমে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে সচেতনতার লক্ষ্যে।
এসময় বক্তব্য রাখেন, রুখসানা সুলতানা, সম্পাদক শিক্ষক পরিষদ,উপস্হিত ছিলেন, এস এম সুহেব , প্রসিকিউটার, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিঃ
প্রধান অতিথি পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, যুব সমাজ আমাদের আগামী ভবিষ্যত,
আপনারা যে মাদক বিরোধী জন-সচেতনা মূলক কাজ করে যাচ্ছেন দীর্ঘ সাড়ে ৫ বছর যাবত তার জন্য জেলা পুলিশের পক্ষ হতে আপনাদের ধন্যবাদ যানাচ্ছি, আমরা আপনাদের কাছে এই প্রতিশ্রুতি দিচ্ছি, এই কাজ করতে এসে যদি কোনো বাধা বিপত্তির সম্মূখিন হন সাথে সাথে আমাকে খবর করলে জরুরী বিত্তিতে সেটি আমরা আমলে নেবো, এ কাজটি ধারাবাহিকতা যেন থাকে সেই প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
সংস্থার দায়িত্বশীল বক্তরা তাহাদের বক্তব্যে বলেন, মাদক ইভটিজিং এটি আমাদের সমাজে দৈনন্দিন জরুরী একটি সমস্যায় রূপ নিচ্ছে। এর থেকে বাঁচতে হলে প্রথমেই আমাদের নিজেকে সচেতন হতে হবে এবং পরিবারকে সচেতন করতে হবে।
তারা আরও বলে, মাদক সেবীদের আমরা ঘৃনা দিয়ে নয় কিংবা কাউকে প্রশাসনের কাছে ধরিয়েও দিতেও চাইনা,
ভালবাসা দিয়ে সমাজ পরিবর্তনের প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছি দীর্ঘ সাড়ে পাঁচ বছর যাবত,
ঠাঁই দিয়েছি আমাদের সংস্হায় যারা এক সময় মাদকের সাথে জরীত ছিল আজ যারা আমাদের মত সাবাবিক জীবন যাপন করছে।
ঘৃনা নয় ভালবাসা দিয়েই সমাজ পরিবর্ত করা সম্ভব অন্যতায় নয়।
এসময়ে জেলা ও তাহাদের শাখা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন,স্বায়ী কমিটির, শাহিন আহমদ,
জেলা কমিটির, সহ সভাপতি বাছন আহমদ, ক্রীয়া সম্পাদক, মোঃ সালাউদ্দিন , আইন বিষয়ক সম্পাদক, সফিকুর রহমান,সহ মানবাধিকার সম্পাদক , নজমূল খান, মহিলা সম্পাদক, রুমি বেগম, তথ্য যোগাযোগ ও প্রযোক্তি বিষয়ক সম্পাদক, সৈয়দ সুয়েব আলী সুমন।,
সদর উপজেলা কমিটির, সাধারন সম্পাদক ,জুবেদ মিয়া, ম
পৌর শাখা কমিটির, মহিলা সম্পাদক ,কানিজ ফাতেমা,
জগৎসী কলেজ কমিটির, সভাপতি সোয়েব আহমদ,
সিনিয়র সহ সভাপতি, মাহমুদ হাসান, সাধারণ সম্পাদক, শামাউন আল ফারদিন উৎসব,টাউন কামিল মাদরাসার, সভাপতি, সুমন আহমদ, সম্পাদক, সুমেল আহমদ, আলোচনা সভায় সার্বিক সহযোগিতা করেন, সরকারি কলেজ কমিটির, সভাপতি, নুরুল আমিন রাহিন, সাধারন সম্পাদক, শেখ হেলাল আহমদ প্রমূখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন