লন্ডনে খুন হওয়া বাংলাদেশী ইয়াসমিনের ছবি প্রকাশ, ১ আটক

gbn

জিবিনিউজ 24 ডেস্ক//

পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন এলাকায় নিজ ঘরে দিনের বেলা হত্যার শিকার বাংলাদেশী নারী ইয়াসমিনের হত্যাকারী সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে ২৭ মার্চ রবিবার গ্রেফতার করে ষ্ট্রাটফোর্ড পুলিশ ষ্টেশনে রাখা হয়েছে। আটক ব্যাক্তির নাম বা পরিচয় নিশ্চিত করা হয়নি তবে তার বয়স ৪০। নিহত ইয়াসমিনের সাথে আটককৃত ব্যাক্তির সম্পর্ক এখনো জানা যায়নি।

৪০বছর বয়স্ক এই নারীকে বৃহস্পতিবার বিকেলে গ্লোব রোডে তাঁর নিজ ফ্ল্যাটে ছুরিকাহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এদিকে স্থানীয় একজন বাসিন্দার বরাতে জানা গেছে, ইয়াসমিন হত্যার শিকার হয়েছেন দুপুর ২ টার পরে, সাড়ে ৩টার কিছু সময় আগে।

স্থানীয় সূত্রে জানা যায় উক্ত মহিলার দুই সন্তান রয়েছে। বৃহস্পতিবার সকালে স্বাভাবিক নিয়মেই তিনি তাঁর দুই সন্তানকে ঘরের পাশ্ববতী বঙ্গবন্ধু স্কুলে দিয়ে আসেন। কিন্তু স্কুল শেসষ তিনি আর সন্তানদের স্কুল থেকে আনতে যাননি। পরে স্কুলের শিক্ষকেরাই ফ্ল্যাটের দরজায় এসে ডাকাডাকি করেন। তাতে কোন সাড়া শব্দ পাওয়া না গেলে পেরামেডিক্স এবং পুলিস ডাকা হয়। পুলিশ ঘর থেকেই ছুরিকাঘাতে মৃত অবস্থায় উদ্ধার করে।

একটি বহুতল আবাসিক ভবনে, দিনের বেলা, দুটি স্কুলের ঠিক পাশে এরকম একটি ঘটনায় আতংকিত স্থানীয়রা ২৬ মার্চ রাতে রজার্স এষ্টেটে সমবেত হয়ে দোয়া করেছেন নিহত ইয়াসমীনের জন্য। ইয়াসমীনের বয়স ৪০, তিনি সিঙ্গেল মাদার হিসাবে দুটি বাচ্চা নিয়ে এই বাসায় থাকতেন ১০ বছর ধরে।

এদিকে শনিবার রাতে টাওয়ার হ্যামলেটস এর মেয়র জন বিগস, স্থানীয় কাউন্সিলার সিরাজুল হক এবং কাউন্সিলার প্রার্থী রেবেকা সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় স্থানীয় মসজিদের পক্ষ থেকে দোয়া করা হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন