জিবিনিউজ 24 ডেস্ক//
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত`ক্রিকেট সেলিব্রেটস মুজিব-১০০’ কনসার্টের জন্য রাজধানীর কয়েকটি সড়কে আজ মঙ্গলবার যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এ বিষয়ে তিনটি ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে অনুষ্ঠানটি আজ মঙ্গলবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে হতে যাওয়া এই বিশেষ কনসার্ট উপভোগ করতে স্টেডিয়ামে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা।
শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অতিথিদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আজ মঙ্গলবার বেলা তিনটা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত ওই স্টেডিয়ামের আশপাশ এলাকার রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
অনুষ্ঠান ঘিরে যেসব সড়কে যানবাহন নিয়ন্ত্রণ করা হবে, তার মধ্যে রয়েছে, মিরপুর ১০ নম্বর ক্রসিং থেকে সনি ক্রসিং পর্যন্ত, টিঅ্যান্ডটি ক্রসিং থেকে প্রশিকা ক্রসিং পর্যন্ত এবং শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশপাশের ফিডার রোডগুলো।
গতকাল সোমবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জারি করা এ নির্দেশনায় অনুষ্ঠান চলাকালীন সময়ে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে জনসাধারণের সহযোগিতা চাওয়া হয়। এছাড়া নাগরিকদের চলাচলে সাময়িক অসুবিধার জন্য ডিএমপির পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন