জিবিনিউজ 24 ডেস্ক//
বিসিবির আয়োজনে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে চলছে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্ট। এখন মঞ্চে গান পরিবেশন করছেন অস্কার বিজয়ী ভারতীয় সুরকার, গীতিকার, গায়ক ও সংগীত পরিচালক এ আর রহমান।
বৃষ্টির কারণে অনুষ্ঠান শুরুতে কিছুটা বিঘ্ন ঘটলেও এ আর তার পরিবেশনা দিয়ে দর্শকদের মাতিয়ে তুলেছেন। ‘জয় হো’ গানের মাধ্যমে পরিবেশনা শুরু করেছেন এই তারকা। এরপর ‘মুখ কালা মুকাবিলা ও লায়লা’ গানটি পরিবেশন করেন তিনি। রাত পৌনে ১০টার দিকে মঞ্চে উঠেন অস্কারজয়ী এ তারকা।
জানা গেছে, রাত ১২টা পযন্ত প্রায় ২০০ সহশিল্পী নিয়ে পারফর্ম করবেন এ আর রহমান। পুরো দল মিলে ৩৫টির মতো গান পরিবেশনের কথা রয়েছে তার। গাইবেন বাংলা গানও।
অনুষ্ঠানে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিসিবির প্রেসিডেন্ট বক্সে বসে অনুষ্ঠান উপভোগ করছেন তিনি। প্রধানমন্ত্রী আসার পরই পরিবেশন করা হয় জাতীয় সংগীত।
মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে শুরু হওয়া বৃষ্টি থামে ৭টার দিকে। মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ নামের কনসার্টে এর আগে গান পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস ও ফোক সম্রাজ্ঞী মমতাজ। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন লাক্স তারকা রুমানা মালিক মুনমুন।
উল্লেখ্য, মমতাজের সঙ্গে মঞ্চে থেকে গান পরিবেশন করেন তার দুই মেয়ে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন