আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্দেগে বিদেশি কূটনৈতিকদের সম্মানা

আরব আমিরাত প্রতিনিধি
মোহাম্মদ সেলিম 

দেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি আর উন্নয়ন কর্মকান্ড বিশ্বময় ছড়িয়ে দিয়ে সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বন্ধু প্রতীম অপরাপর দেশসমূহের সাথে সুসম্পর্ক আরো জোড়দার করার লক্ষে স্বাধীনতার ৫০বছরপূর্তী উদযাপন উপলক্ষে আবুধাবীস্হ বাংলাদেশ দূতাবাস আয়োজন করে জমকালো এক অনুস্টান মালার। এতে উপস্হিত ছিলেন আমিরাতের সরকারের উর্ধবত্বন কর্মকর্তাসহ আবুধাবীতে অবস্হান কূটনৈতিকবৃন্দ, আমিরাতের বিভিন্ন অঞ্চলে অবস্হানরত আমন্ত্রিত বিশিস্ট প্রবাসীবৃন্দ। 

 আমিরাতের রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল বলরুমে আয়োজিত স্বাধীনতা দিবসের এ জমকালো অনুস্টানে বিপুল সংখ্যক দেশবিদেশের বিশিস্ট ব্যক্তিবর্গের উপস্হিততে আমিরাতে নিযুক্ত রাস্ট্রদূত তা্র স্বাগত বক্তব্যে সকলকে ধন্যবাদ অভ্যার্থনা জানানোর পাশাপাশি তুলে ধরেন দেশের ্এগিয়ে যাবার চিত্র। সাথে সাথে তিনি রোহিঙ্গা সমস্যার কথাও তুলে ধরেন।
 রাস্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের
 দূতাবাসের লেবার সচীব লুৎফর নাহার নাজিমের সাবলীল সঞ্চালনায় ও ধারা বর্ণনায় আয়োজিত সাংস্কৃতিক অনুস্টানে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা হয়। জমকালো অনুস্টানে উপস্হিত প্রবাসীরা এ আয়োজনের জন্য ধন্যবাদ জানান রাস্ট্রদূতসহ সকলকে।
 অনুস্টানে উপস্হিত বিভিন্ন পেশার প্রবাসী
 অনুস্টানে আয়োজন রাস্ট্রদূত আমিরাত হতে সর্বোচ্চ সংখ্যক রেমিট্যান্স প্রেরনকারী সিআইপিদেরও সম্মাননা দেয়া হয়। রাস্ট্রদূত সবার সাথে আমিরাতের শ্রেস্ট রেমিট্যান্স যোদ্ধাদের পরিচিত করে দেন ।যা রেমিট্যান্স প্রেরণে সিআইপিসহ প্রবাসীদের আরো অনুপ্রানিত করবে।
সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী সিআইপিদের কয়েকজন
অনুস্টান শেষে রাস্ট্রদূত বলেন, করোনার জন্য একবছর দেরীতে হলেও আয়োজন করতে পেরে সকলকে ধন্যবাদ জানান। এধরনের অনুস্টানের মাধ্যমে প্রবাস প্রজন্মকে দেশ সম্পর্কে ও সংস্কৃতি সম্পকে জানার সুযোগ সৃস্টি হয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন