মৌলভীবাজার সরকারী কলেজ ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষের সমমনা বন্ধুদের প্লাটফর্ম আত্মার আত্মীয় পক্ষ থেকে রামাদানে নগদ অর্থ বিতরণ

কাজল রশীদ
`আত্মার আত্মীয়` মৌলভীবাজার সরকারী কলেজ ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষের সমমনা বন্ধুদের উন্মুক্ত মঞ্চ যার শুরু বিলেত থেকে। এই দুই বর্ষের বন্ধুদের বেশীর ভাগেরই অবস্থান প্রবাসে। গত ২১/২২ বছর ধরে ডিসেম্বরের পঁচিশ তারিখ বিলেতের বিভিন্ন স্থানে অবস্থানরত বন্ধুরা নিয়মিত ভাবে মিলিত হন আড্ডা এবং মত বিনিময় করেন। গত ১০ বছর থেকে ইন্টারনেট এবং হোয়ার্টস এপ্প মাধ্যমে এর সাথে যুক্ত হয়েছেন আমেরিকা, কানাডা, ইটালি, মধ্যপ্রাচ্য এবং বাংলাদেশের বন্ধুরাও। দেশ এবং দেশমাতৃকা বন্ধুদের হৃদয়ে প্রতি মুহুর্ত্ব দোলা দেয় দেশের জন্য মানুষের জন্য কিছু একটা করার চিন্তা থেকে কয়েক বছর থেকে আত্মার আত্মীয় পক্ষ থেকে শীতার্ত ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে কয়েক লক্ষ টাকার শীতবস্ত্র এবং কম্বল। এরই ধারাবাহিকতায় এবার রামাদানে বিতরণ করা হইয়েছে দরিদ্র মানুষের মাঝে প্রায় পাঁচ লক্ষ টাকার নগদ অর্থ।
২৭ শে মার্চ  মৌলভীবাজার সরকারী কলেজ ১৯৮৫/৮৬ সমমাননা বন্ধুদের প্লাটফর্ম আত্মার আত্মীয় এর পক্ষ থেকে রমজান মাস উপলক্ষে দুঃস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়, এবার ২৫০ টি অসহায় পরিবারকে ২০০০/ হাজার টাকা করে মোট পাঁচ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। নির্ধারিত লিস্টের বাহিরে কিছু অসহায় মানুষ আসলে তাদেরকেও এক হাজার টাকা করে প্রদান করেন সংগঠনের সদস্যরা। 
 
সংগঠনের সমন্বয়ক কবি কাজল রশীদের তত্ত্বাবধানে এই মহতি অনুষ্টানের সার্বিক সহযোগিতায় ছিলেন কাজী আসাদুজ্জান, সৈয়দ মোকাম্মিল আলী,  উপস্থিত ছিলেন আব্দুল মালিক, জুয়েল চৌধুরী,কবি আবু মকসুদ, সাবেক চেয়ারম্যান রেজা চৌধুরী, সৈয়দ মুজিব ,সাংবাদিক গিয়াস আহমেদ, সায়েক মিয়া, সাহিদ মিয়া, মোক্তার আহমদ সহ গ্রুপের দেশ ও প্রবাসের সদস্য বৃন্দ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন