জিবিনিউজ 24 ডেস্ক//
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর পরিবারের সদস্যদের অসুস্থতার কারণে ঢাকায় ফিরেছিলেন সাকিব আল হাসান। প্রথম টেস্টে খেলতে না পারলেও দ্বিতীয় টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকায় যেতে যাওয়ার কথা ছিল তার। তবে সেখানে যাওয়ার বদলে এখন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি। কারণ, তার বড় মেয়ের স্কুল খুলে যাচ্ছে।
শুক্রবার (১ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল সাকিবের স্ত্রীস্ত্রী উম্মে আহমেদ শিশিরের। সাকিবের শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত হওয়ায় শিশিরকে নিজের মায়ের কাছেই থাকতে হচ্ছে। তাই সাকিব তার বড় মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন