জিবিনিউজ 24 ডেস্ক//
‘দ্য ওয়ান্টেড’ খ্যাত ব্রিটিশ সংগীত শিল্পী টম পার্কার মারা গেছেন। গত কয়েক মাস ধরে মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর।
তার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ব্রিটিশ-আইরিশ বয় ব্যান্ড ‘দ্য ওয়ান্টেড’।
টম পার্কার ২০২০ সালের অক্টোবরে ভক্তদের তার টিউমারের কথা বলেছিলেন। ইনস্টাগ্রামে টমের স্ত্রী কেলসি হার্ডউইক লিখেছেন, আমাদের হৃদয় ভেঙে গেছে। টম ছিল আমাদের পৃথিবীর কেন্দ্র। তার অমলিন হাসি আর সাহসী উপস্থিতি ছাড়া আমরা জীবন কল্পনাই করতে পারি না।
পরিবার ও ব্যান্ডের অন্য সব সদস্য বুধবার যে সময় উপস্থিতি ছিলেন তখনই টম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ব্যান্ডের অপর সদস্য ম্যাক্স জর্জ, সিবা কেনেসরন ও ন্যাথান স্কাইসরা জানিয়েছেন, এই অকালমৃত্যুতে আমরা বাকরুদ্ধ, টম আমাদের ভাই ছিল... শব্দ দিয়ে এই শূন্যতা ব্যাখ্যা করা সম্ভব নয়। আমাদের মনের পরিস্থিতি বলে বোঝাতে পারব না... টম আজীবন আমাদের মধ্যে বেঁচে থাকবে।
১৯৮৮ সালের ৪ আগস্ট যুক্তরাজ্যের বোল্টনে জন্মগ্রহণ করেন টম পার্কার। পুরো নাম থমাস অ্যান্থনি পার্কার। বোধি থমাস ও প্যারিস পার্কার নামে দুই সন্তান রয়েছে তার।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন