জিবিনিউজ 24 ডেস্ক//
আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ ও পরামর্শদাতা হলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার উমর গুল। আগামী ৪ এপ্রিল আফগান শিবিরে যোগ দেবেন তিনি।
শুক্রবার (১ এপ্রিল) টুইট বিবৃতি দিয়ে এ খবর জানিয়েছে আফগান ক্রিকেট বোর্ড।
গুলের কোচিং করানোর অভিজ্ঞতাও মন্দ নয়। পাকিস্তান সুপার লিগে কুয়েতা গ্ল্যাডিয়েটর্সকে কোচিং করিয়েছেন তিনি। লঙ্কা প্রিমিয়ার লিগে গল গ্ল্যাডিয়েটর্সেরও কোচ ছিলেন তিনি। কাশ্মীর প্রিমিয়র লিগেও কাজ করেছেন গুল।
জানা যাচ্ছে, আপাতত গুলকে তিন মাস দেখবে আফগানিস্তান। যদি তার কাজে আফগান ক্রিকেট বোর্ড সন্তুষ্ট হয় তাহলে চুক্তি বাড়তে পারে।
৪০০ আন্তর্জাতিক উইকেটের মালিক জানিয়েছেন যে, তিনি নতুন দায়িত্ব পেয়ে সম্মানিত। নিজের অর্জিত জ্ঞানের ঝুলি উপচে দেবেন আফগান ক্রিকেটারদের জন্য।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন