জিবিনিউজ 24 ডেস্ক//
সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শনিবার (২ এপ্রিল) থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে।
সৌদি আরব কর্তৃপক্ষ শুক্রবার এ ঘোষণা দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে খালিজ টাইমস।
নতুন চাঁদ দেখা যাওয়ায় সৌদিতে শুক্রবার শাবান মাসের শেষ দিন ছিল বলে জানিয়েছে চাঁদ দেখা কমিটি। তাদের পক্ষ থেকে বলা হয়, শনিবার পবিত্র রমজান মাস শুরু হবে।
সাধারণত সৌদিতে রমজান মাস শুরুর পরদিন বাংলাদেশে পবিত্র এই মাস শুরু হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করে জাতীয় চাঁদ দেখা কমিটির ওপর। শনিবার এই কমিটির বৈঠক রয়েছে।
সৌদি ছাড়াও অস্ট্রেলিয়ার আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে রোজা শুরু হচ্ছে শনিবার।
তবে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার আকাশে এদিন চাঁদ দেখা না যাওয়ায় এ দুই দেশে রোজা শুরু হবে রোববার। ব্রুনাইয়েও রমজান মাস শুরু হবে রোববার। সে দেশেও চাঁদ দেখা যায়নি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন