জিবিনিউজ 24 ডেস্ক//
ব্রিটেন ও ইউরোপে পবিত্র রোজা শুরু হচ্ছে ২ এপ্রিল শনিবার থেকে। আজ শুক্রবার প্রথম তারাবিহ। সৌদি আরবের সঙ্গে মিল রেখে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ, ব্রিটেন, ইউরোপ ও আমেরিকার মুসলিম কমিউনিটি রোজা শুরু করে থাকেন। আজ সৌদিসহ মধ্যপ্রাচ্যের বহু দেশে চাঁদ দেখা যাওয়ায় শনিবার থেকে সৌদি আরবসহ ইউরোপ আমেরিকায় রোজা শুরু হবে।
লন্ডনে প্রথম রোজার সেহরির শেষ সময় ৪ টা ৫৬ মিনিটে আর ইফতার ৭ টা ৩৮ মিনিটে। এবার রমজানের প্রথম দুই সপ্তাহ ব্রিটেনের শিক্ষা প্রতিষ্ঠান সমূহ বন্ধ থাকায় অভিভাবকদের জন্য কিছুটা সহায়ক হবে বলে জানাগেছে।
এদিকে এ খবর নিশ্চিত করেছেন লন্ডনের হেলাল কমিটি। লন্ডনের আলেম উলামাদের নিয়ে গঠিত হেলাল কমিটি শুক্রবার বিকালে এক ভার্চুয়াল সভার আয়োজন করে। এতে লন্ডনের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগন অংশনেন। এসময় আলেম উলামাগন, সৌদি আরবসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে নেয়া নিশ্চিত সংবাদের ভিত্তিতে শনিবার থেকে ব্রিটেনে পবিত্র রামাদ্বান শুরুর ঘোষণা দেন।
মাওলানা আব্দুল মাওলানা আব্দুল জলিলের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন, শায়খ মুফতি ইলিয়াস, শায়খ আব্দুল কাদির সালেহ, ড: আবুল কালাম আজাদ, শায়খ আব্দুর রহমান মাদানী, শায়খ মওদুদ হাসান, শায়খ জিল্লুর রহমান, মাওলানা এটিএম মোর্কারাম আলী, মাওলানা মমিনুল ইসলাম ফারুকি, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা এমদাদুর রহমান মাদানী, শেখ মিসকাত হাসান, শেখ ফারুক হোসেন প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন