শাহ হেলাল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন অতিরিক্ত সচিব মোঃ জিল্লুর রহমান চৌধুরী

মৌলভীবাজার প্রতিনিধিঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদের মাননীয় অতিরিক্ত সচিব মোঃ জিল্লুর রহমান চৌধুরী মৌলভীবাজার আগমন করেন। সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যে একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন এর অংশ হিসাবে অদ্য ২ এপ্রিল ২০২২খ্রি: মৌলভীবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ে আগমন করেন। পরিদর্শন কালে উনার সাথে সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকেন মৌলভীবাজার জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব মীর নাহিদ আহসান ও উপজেলা নির্বাহী অফিসার জনাব সাবরিনা রহমান ও জেলা উপজেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা বৃন্দ। এই সময় অতিথিবৃন্দকে বিদ্যালয়ের প্রবেশদ্বারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কাউট শিক্ষক মোঃ আশরাফুল আলম শিপন এর নেতৃত্বে বিদ্যালয়ের স্কাউট দল অতিথিদের সম্মান প্রদর্শন করে এবং বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন খান ফুল দিয়ে বরণ করেন। পরিদর্শনকালে সচিব মহোদয় বিদ্যালয়টির প্রশাসনিক কার্যক্রম এর বিভিন্ন দিক যেমন মাল্টিমিডিয়া ক্লাসরুম, শেখ রাসেল বিজ্ঞান ল্যাব, পাঠাগার ও শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সরকারের শুদ্ধাচার বিষয়ে শিক্ষার্থীদের কাছ থেকে জেনে প্রধান শিক্ষক সাহেব কে তাঁহার কার্যক্রমের উপর সন্তোষ প্রকাশ করেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন