রাজনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

এস এম ফজলুঃ মৌলভীবাজারের রাজনগরে প্রাইভেট কার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গাড়ি দুটি উদ্ধার করেছেন। উপজেলার সদর ইউনিয়নের নন্দীউড়া এলাকায় মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে রবিবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম জাকির হোসেন (৪০)। তিনি কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের আব্দুস শহীদের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট থেকে আসা প্রাইভেট কার (ঢাকা মেট্রো খ- ১২-০৭৭৯) ও মৌলভীবাজার থেকে কৃষি গবেষণা ইনস্টিটিউটের পিকআপের (গাজীপুর মেট্রো ঠ-১১-০০৫২) মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় প্রাইভেটকার চালক জাকির হোসেন ঘটনাস্থলেই মারা যান। এঘটনায় পিকআপ ভ্যান চালক আব্দুল আহাদ (৪৫) ও আরোহী নারী আব্দুন নাহার (৭৫) আহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করেছে। এ ব্যাপারে রাজনগর থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। মৃতদেহের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন