একসঙ্গে নবাব, আব্বাস, আকবর!

 জিবিনিউজ 24 ডেস্ক //

এফডিসির ২ নাম্বার ফ্লোরে চলছে ঢাকাই ছবির জনপ্রিয় তারকা শাকিব খানের ‘নবাব এলএলবি’ ছবির শুটিং। পাশেই শুটিং করছিলেন ‘আব্বাস’ ও ‘আকবর’ ছবি দুটির নায়ক নিরব-ইমন। শুটিংয়ে ছিলো আরো কয়েকটি দলও। অনেক দিন পর বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এমন ভিন্ন রুপে দেখা গেলো এফডিসিতে।

প্রযোজক সমিতির সামনে একটি বিজ্ঞাপনের শুটিং করেন নিরব-ইমন। বিজ্ঞাপনের মাধ্যমে প্রায় ১০ বছর পর একসঙ্গে বিজ্ঞাপনে কাজ করছেন তারা।

 

এই বিজ্ঞাপনে নিরবকে দেখা যাবে তার মুক্তি পাওয়া আলোচিত ছবি ‘আব্বাস’-এর লুকে। আর ইমনকে দেখা যাবে তার মুক্তি প্রতীক্ষিত ছবি ‘আকবর’-এর লুকে। বিজ্ঞাপনটির বাড়তি চমক মডেল পিয়া। তাকে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে।

দিনব্যাপী শুটিংয়ের পর আব্বাস ও আকবরের সঙ্গে সন্ধ্যায় দেখা হয় নবাবের। কারণ এফডিসিতে শাকিব খান তার নবাব এলএলবির শুটিং করতে বিকেলে হাজির হন।

চিত্রনায়ক শাকিব খানের নবাব এলএলবির সেটে নিরব-ইমনকে আব্বাস ও আকবরের লুকে দেখে খুশি হন তিনি। তিনি জানান, এই লুক দারুণ পছন্দ হয়েছে তার। পরামর্শ দেন এই লুকে দুজনকে কোনো ছবিতে অভিনয় করার। এ সময় নবাবের সঙ্গে আকবর ও আব্বাসের ফটোসেশন হয়।

শাকিব খানের সাথে ক্যারিয়ারের শুরুতে ‘মনে বড় কষ্ট’ এবং ‘মন যেখানে হৃদয় সেখানে’ দুই ছবিতে অভিনয় করেছিলেন নিরব৷ আর শাকিবের সাথে ইমন অভিনয় করেন ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’ এবং ‘পাসওয়ার্ড’ ছবিতে। সেই সুবাদে নিরব-ইমন সবসময় শাকিবের স্নেহধন্য হয়েছেন।

নিরব-ইমন দুজনেই বলেন, শাকিব ভাই আমাকে সবসময় ছোট ভাইয়ের মতো যত্ন করেন। ভালো কাজের পরামর্শ দেন। এফডিসিতে আমরা শুটিং করছি সেখানে শাকিব ভাইয়া ও শুটিং করছেন।

এছাড়াও এদিন পরিচালক সমিতি সংলগ্ন এক নাম্বার শুটিং ফ্লোরে নৃত্য পরিচালক হাবিবের কোরিওগ্রাফিতে চলে মিউজিক ভিডিওর শুটিং। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, এই করোনাকালে শুটিং শুরু হওয়ায় এফডিসির চিত্রটা পাল্টে গেছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন