লন্ডনে নওয়াজ শরীফের ওপর হামলা

জিবিনিউজ 24 ডেস্ক//

পাকিস্তানর প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আস্থাভোটের ঠিক আগে লন্ডনে হামলার শিকার হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনি নিজের অফিসে দুষ্কৃতীকারীদের দ্বারা হামলার শিকার হয়েছেন বলে জানানো হয়েছে। খবর বার্তা সংস্থা এএনআইয়ের

খবরে বলা হয়েছে, হামলায় নওয়াজের দেহরক্ষী আহত হয়েছেন। তবে কারা হামলা চালিয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ইমরান খানের ভাগ্য টালমাটাল তখন এই হামলাকে অর্থবহ মনে করছেন অনেকে।

আজ রোববার (৩ এপ্রিল) পাকিস্তানের সংসদে অনাস্থা প্রস্তাবের ভোটাভুটি হচ্ছে। এমন অবস্থায় দেশবাসীকে রাস্তায় নেমে বিক্ষোভ দেখানোর আহ্বান জানিয়েছেন পাক ক্রিকেটের সাবেক এই বিশ্বকাপজয়ী অধিনায়ক। জনগণের উদ্দেশ্যে ইমরান বলেন, ‘রাস্তায় নেমে প্রতিবাদ করুন। অন্যায় মুখ বুজে মেনে নিতে পারব না।’

আস্থা ভোটে অনেকটা নিশ্চিত পরাজয়ের সামনে দাঁড়িয়েও হাল ছাড়তে নারাজ ইমরান খান। পাক প্রধানমন্ত্রীর সাফ বক্তব্য, রোববার আস্থাভোটে তাকে হারাতে ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু চিন্তার কোনো কারণ নেই। শেষপর্যন্ত তিনিই জিতবেন।

একের পর জোটসঙ্গীর সঙ্গত্যাগ এবং দলের সাংসদদের বিদ্রোহে ইমরান খানের সরকার সংখ্যালঘু হয়ে পড়েছে। নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফের নেতৃত্বে একজোট হয়েছে বিরোধীরা। ভোটের আগের যেসব পরিসংখ্যান রয়েছে তাতে অনেকটা স্পষ্ট যে ইমরানের ভাগ্য আজ প্রসন্ন নাও হতে পারে।

তবে দমে যাচ্ছেন না পাক প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, শেষ পর্যন্ত ময়দানে থেকে লড়াই করবেন। সর্বোচ্চ চেষ্টা করবেন। তারপর যা হবে তা মেনে নেয়ারও ইঙ্গিত দিয়েছেন ইমরান খান।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন