জিবিনিউজ 24 ডেস্ক//
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের রাজধানী স্যাক্রামেন্টোতে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে ৬ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
রোববার (৩ এপ্রিল) রোববার সকালে এ ঘটনা ঘটেছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
সাক্রামেন্টো পুলিশ প্রধান ক্যাথি লেস্টার সাংবাদিকদের বলেন, পুলিশ এখনো বন্দুকধারীকে খুঁজছে এবং কেউ হেফাজতে ছিলো না। আমরা সন্দেহভাজনদের শনাক্তে এবং এই সমস্যা সমাধানে জনসাধারণের সহায়তা চাইছি।
তিনি বলেন, গোল্ডেন ১ সেন্টারের কাছে প্রায় রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এটি এমন একটি স্থান যেখানে স্যাক্রামেন্টো কিংস বাস্কেটবল দল অনুশীলন করে এবং কনসার্ট করে।
পুলিশ জানিয়েছে, তদন্তের সময় বেশ কয়েকটি ব্লক বন্ধ করে দেওয়া হয়। তবে, নিহতদের বয়স বা পরিচয় নিয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
মেয়র ড্যারেল স্টেইনবার্গ টুইটা করেন, নিহত ও আহতের সংখ্যা বোঝা কঠিন। আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সময় কী ঘটেছে সে তা নিয়ে বিস্তারিত তথ্যের অপেক্ষায় আছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন