রাশিয়ার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ইউক্রেন প্রেসিডেন্টের

জিবিনিউজ 24 ডেস্ক//

রাশিয়ার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমার দেশে গণহত্যা চালিয়েছে রাশিয়া।

সিবিএসের ফেস দ্য নেশন প্রোগ্রামে যোগ দিয়ে এই অভিযোগ করেন জেলেনস্কি।

 

ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, আমরা ইউক্রেনের নাগরিক। রাশিয়ান ফেডারেশনের নীতিতে আমরা চলব না। এ কারণেই আমাদের ওপর ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে।

জেলেনস্কি বলেন, প্রকৃতপক্ষে, এটি গণহত্যা। এটি পুরো জাতি ও জনগণকে নির্মূলের প্রক্রিয়া। আমরা ইউক্রেনের নাগরিক। আমাদের দেশে একশর বেশি জাতির বসবাস।

এদিকে রোববার রাতে এক ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, আমাদের ভূমিতে দখলদারদের প্রতিটি অপরাধ তদন্ত করা হবে। যারা অপরাধে জড়িত তাদের নাম একটি বিশেষ বইয়ে লেখা থাকবে এবং তাদের শাস্তির মুখোমুখি হতে হবে।

২৪ ফেব্রুয়ারি দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর কিছু দিন পর রাশিয়ার তার লক্ষ্য পরিবর্তন করে। এখন দেশটি ইউক্রেনের পূর্বাঞ্চলকে গুরুত্ব দিচ্ছে। ফলে দোনবাস অঞ্চলে হামলার ঘটনা বেড়ে গেছে। ইউক্রেনে হামলার আজ ৪০তম দিন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন