পানি অপচয় করলে কোনো সম্পদ শেষ পর্যন্ত থাকে না

জিবিনিউজ 24 ডেস্ক//

পানি অপচয় রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পানিসম্পদ অপচয় করলে কোনও সম্পদই শেষ পর্যন্ত থাকে না। আমাদের যে অমূল্য সম্পদটা রয়েছে, এটা কীভাবে সংরক্ষণ করে ব্যবহার করবো এবং ভবিষ্যত বংশধররা ব্যবহার করতে পারবে; সেই দিকে দৃষ্টি রাখতে হবে।’

সোমবার (৪ এপ্রিল) বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাজধানীর গ্রিন রোডের পানি ভবনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

সম্পর্কিত খবর

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘বর্ষাকালে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পূর্ব-পরিকল্পনা থাকতে হবে। এতে ভূগর্ভস্থ পানির ওপর চাপ অনেকটাই কমবে।’

ভৌগলিক অবস্থানের কারণে বন্যার সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘পানির অপচয় বন্ধ করতে হবে।’ এ ছাড়া নদী ড্রেজিংয়ের পলি মাটি ধানি জমিতে না ফেলে বিকল্প স্থানে ফেলার আহ্বান জানান শেখ হাসিনা।’

ভূগর্ভস্থ পানি বেশি ব্যবহারের ফলে দেশে ভূমিকম্পের আশঙ্কা বৃদ্ধি পেতে পারে বলেও জানান সরকার প্রধান। তিনি বলেন, ‘বাংলাদেশে ভূগর্ভস্থ পানি বেশি ব্যবহার করায় ক্ষতি আরও হবে এ কারণে যে, বাংলাদেশ ভুমিকম্পপ্রবণ একটি জায়গা। এ পানি কিন্তু আমাদের রক্ষা করে। বাংলাদেশের নিচে বিশাল শিলা আছে, তার নিচে আরও বিশাল পানির স্তর আছে। এটাই কিন্তু আমাদের রক্ষা করছে। সেখানে যদি আমরা বেশি পানি ব্যবহার করে ফেলি, তাহলে কিন্তু ভুমিকম্প হওয়ার আশঙ্কা বেশি দেখা যায়। সেগুলো মাথায় রেখে আমাদের সব ব্যবস্থা নিতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের যে পানিসম্পদ আছে, সেটার যত্ন নিয়ে ভবিষ্যত প্রজন্মের ব্যবহার উপযোগী রাখতে হবে। পানিসম্পদ নষ্ট হয়ে গেলে কোনো সম্পদই থাকবে না।’

শেখ হাসিনা আরও বলেন, ‘বৃষ্টির পানি ভূগর্ভে যাওয়ার ব্যবস্থা রাখতে হবে। সব জায়গায় সিমেন্ট দিয়ে বন্ধ করে দিলে হবে না। ভূগর্ভের পানির চেয়ে ভূ-উপরস্থ পানির ব্যবহার বাড়াতে হবে। আশপাশের জলাধারে বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, সচিব কবির বিন আনোয়ার প্রমুখ

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন