জিবিনিউজ 24 ডেস্ক//
এস এস রাজামৌলি পরিচালিত 'ট্রিপল আর' সিনেমার জয়রথ ছুটছেই। মুক্তির মাত্র ১২ দিনেই সিনেমাটির বক্স অফিস সংগ্রহ দাঁড়িয়েছে ৯৩৫ কোটি রুপি। চলতি সপ্তাহে এই আয় হাজার কোটি রুপি ছাড়াবে বলে বক্স অফিস বিশ্লেষকদের ধারণা।
বলিউড মুভি রিভিউজ বলছে, তেলেগু বক্স অফিসে ১২তম দিনে সিনেমাটির সংগ্রহ ৫ কোটি রুপি। আর মোট সংগ্রহ ৩৫৩ কোটি রুপির বেশি (গ্রস) এবং নিট ২৪০ কোটি রুপি।
তামিল ভার্সন ১২ দিনে সংগ্রহ করেছে ৬৫ কোটি রুপি (গ্রস) এবং কন্নড় ভার্সন ১২ দিনে সংগ্রহ করেছে ৭৫ কোটি রুপি (গ্রস)।
বিশ্ব বক্স অফিসে এক হাজার কোটির ক্লাবে প্রবেশের পথে ‘আরআরআর’ দরকার মাত্র ৬৫ কোটি রুপি। এছাড়াও সিনেমার হিন্দি ভার্সন ২০০ কোটির ক্লাবে প্রবেশের পথে।
এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণ ও জুনিয়র এনটিআর। তাদের সঙ্গে আরও দেখা গেছে অজয় দেবগণ, আলিয়া ভাটসহ আরও অনেক তারকা।
মোট ৬০০ কোটি রুপি বাজেটের ‘ট্রিপল আর’ সিনেমাটি মুক্তির আগেই ৮০০ কোটি রুপি আয় করেছে বলে খবর। এর মধ্যে সিনেমার স্বত্ব বিক্রিসহ গানের আয়ও রয়েছে। এছাড়াও উত্তর ভারতীয় স্বত্ব থেকে এটি পেয়েছে ১৩৫ কোটি রুপি।
কোমারাস ভীমা ও আল্লুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমার গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট, অজয় দেবগন, রে স্টেভেনসন, অলিভিয়া মরিস প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন